অনলাইনে চাকরির প্রতারণা থেকে সুরক্ষিত থাকবেন যেভাবে

সাইবার অপরাধ

সারা বিশ্বেই এখন ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছে প্রযুক্তি ও ডিজিটাল মাধ্যমনির্ভর প্রতিষ্ঠানগুলো। এর সুযোগ নিচ্ছেন সাইবার অপরাধীরা। তাঁরা অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞাপন ছড়িয়ে দিয়ে প্রতারণা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম, চাকরি খোঁজার ওয়েবসাইটের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তারও (এআই) আশ্রয় নিচ্ছেন তাঁরা। এভাবে প্রতারণা করে তথ্য ও টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

পেশাজীবীদের যোগাযোগমাধ্যম লিংকডইন ও ইনডিডে চাকরি নিয়ে অনেক প্রতারণার ঘটনা খুঁজে পাওয়া যাবে। কিন্তু যাঁরা অনলাইনে চাকরির জন্য প্রলুব্ধ করে ক্ষতিকর লিংক পাঠিয়ে সংবেদনশীল ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছেন সাইবার প্রতারকেরা। তাঁরা এমনভাবে এসব প্ল্যাটফর্মে নিজেদের উপস্থাপন করে যে ভুয়া হিসেবে তাঁদের সহজেই শনাক্ত করা যায় না। প্রকৃত চাকরিদাতা প্রতিষ্ঠানের মতোই সব তথ্য দিয়ে তাঁরা নিজেদের প্রোফাইল তৈরি করে রাখেন। তবে চাকরি খুঁজতে গিয়ে প্রতারণা থেকে নিজেকে নিরাপদ রাখতে কিছু প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া যেতে পারে। দেখে নেওয়া যাক।

অবাস্তব প্রতিশ্রুতি দিলে যাচাই করুন

প্রতারকেরা প্রলোভন দেখানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেন। যদি এমন হয় যে কোনো চাকরিদাতা প্রতিষ্ঠান কম কর্মঘণ্টায় অনেক টাকা আয় করার সুযোগ দিচ্ছে, তাহলে তা সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। প্রতারণামূলক চাকরির বিজ্ঞাপনে এ কাজের বর্ণনা সাধারণত খুবই সাধারণ মানের ও কখনো কখনো অস্পষ্ট থাকে। প্রকৃত চাকরির বিজ্ঞাপনে কাজের দায়িত্ব, কর্তব্য, চাকরিদাতার প্রত্যাশা বিশদভাবে বর্ণনা করা হয়। পাশাপাশি একটি সংক্ষিপ্ত বিবরণও থাকে।

প্রতারকেরা চাকরি নিয়ে আলোচনার শুরুর দিকেই ব্যাংক হিসাবের তথ্য চাইতে পারে। কাজে যোগদানের আগে ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

চাকরির বিজ্ঞাপন সতর্ক চোখে দেখুন

প্রতারকদের চাকরির বিজ্ঞাপনে বানান ও ব্যাকরণগত ভুল দেখে সহজেই আগে তাঁদের শনাক্ত করা যেত। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার আশ্রয় নিয়ে তাঁরা এখন বিজ্ঞাপনগুলো এমনভাবে লিখে উপস্থাপন করে যে সেটিকে প্রতারণা হিসেবে শনাক্ত করা এখন খুবই কঠিন। তাই চাকরির বিজ্ঞাপনও সতর্কভাবে পড়তে হবে এবং এ নিয়ে ভালোভাবে যাচাই করতে হবে।

চাকরিদাতার পরিচয় যাচাই করুন

যে নিয়োগদাতা যোগাযোগ করবেন, প্রথমেই তাঁর ই–মেইল ঠিকানা যাচাই করতে হবে। ব্যক্তিগত ই–মেইল বা ই–মেইল ঠিকানায় ভুল বানান থাকলে সতর্ক থাকতে হবে। সাধারণত নিয়োগকারীরা প্রাতিষ্ঠানিক ই–মেইল ব্যবহার করে যোগাযোগ করেন।

লিংকডইন বা ইনডিডের মতো ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করা হলে চাকরিদাতা প্রতিষ্ঠান নিয়ে খোঁজ করা যেতে পারে। প্রতিষ্ঠানে কর্মরতদের প্রোফাইল যাচাই করুন, পরিচিত কারও সঙ্গে তাঁরা যুক্ত কি না, তা দেখুন। যদি প্রতিষ্ঠানের প্রোফাইলে খুবই কম আইডি যুক্ত থাকে, তবে সতর্ক থাকুন।

চাকরিদাতা প্রতিষ্ঠান নিয়ে অনলাইনে খোঁজ করুন। তাদের বৈধতা যাচাইয়ের জন্য অন্যদের দেওয়া রিভিউ দেখা যেতে পারে।

প্রতারিত হলে নিজেকে নিরাপদ রাখুন

প্রতারকদের মাধ্যমে যদি প্রতারণার শিকার হয়ে থাকেন, তাহলে দ্রুত তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ করুন। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়ে থাকলে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কার্ড ও অ্যাকাউন্ট বন্ধ করুন। ক্রেডিট কার্ডের নম্বর দিয়ে থাকলে তা সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিন। লিংকডইনে ভুয়া প্রতিষ্ঠানটির প্রতারণা নিয়ে লিখুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করুন।

সূত্র: জেডডিনেট