সার্চ ইঞ্জিনের বিজ্ঞাপনে ম্যালওয়্যার ছড়াচ্ছে সাইবার অপরাধীরা

সার্চ ইঞ্জিনে ম্যালওয়্যারযুক্ত বিভিন্ন ওয়েবসাইটের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছেরয়টার্স

কয়েক বছর ধরেই নিত্যনতুন বিভিন্ন কৌশলে বিভিন্ন ধরনের সাইবার হামলা চালাচ্ছে সাইবার অপরাধীরা। ব্যবহারকারীদের বোকা বানাতে এবার তারা সার্চ ইঞ্জিনে ম্যালওয়্যারযুক্ত বিভিন্ন ওয়েবসাইটের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ব্যবহারকারীদের স্মার্টফোন বা কম্পিউটারে সাইবার হামলা চালাচ্ছে।

আরও পড়ুন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, সাইবার অপরাধীরা ম্যালওয়্যার ছড়াতে সক্ষম একাধিক ভুয়া ওয়েবসাইটের বিজ্ঞাপন দিচ্ছে সার্চ ইঞ্জিনে। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে তৈরি এসব ওয়েবসাইটের বিজ্ঞাপনে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করে। কিছু ওয়েবসাইট বিভিন্ন সুবিধা দেওয়ার প্রলোভনে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড চুরি করে।

আরও পড়ুন

সার্চ ইঞ্জিনে দেওয়া ভুয়া ওয়েবসাইটগুলোর বিজ্ঞাপনে সফটওয়্যার ডাউনলোডের লিংকও জুড়ে দেয় হ্যাকাররা। আর তাই ম্যালওয়্যার আক্রমণ থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের ওয়েবসাইটের ইউআরএল যাচাইয়ের পরামর্শ দিয়েছে এফবিআই।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া