আইফোন থেকে এক্সে ঢুকতে পাসকি ব্যবহার করা যাবে

এক্স অ্যাকাউন্টে ঢোকা যাবে পাসকি দিয়েসংগৃহীত

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা এখন লিখিত পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবহার করে তাঁদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ঢোকার সুযোগ পাবেন। এক্সে প্রকাশিত এক ব্লগে এ তথ্য জানা গেছে।

নতুন এ সুবিধা চালুর ফলে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের এখন আর পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না। এমনকি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারেরও প্রয়োজন হবে না। পাসকি পদ্ধতিতে মুখাবয়ব বা ফেস আইডি এবং স্পর্শনির্ভর টাচ আইডি ব্যবহারের ফলে এক্স অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকবে। অবশ্য সব এক্স অ্যাকাউন্ট ব্যবহারকারীর জন্য এখনো সুবিধাটি উন্মুক্ত করা হয়নি।

এক্সের সচরাচর জিজ্ঞাসার পাতায় উল্লেখ রয়েছে, এক্সের নতুন অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন না। ধারণা করা হচ্ছে, পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে আইফোন বা আইপ্যাড থেকে এক্সের সব ব্যবহারকারী ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পাবেন। এদিকে নতুন এ পদ্ধতি চালু হলে এক্সের কাছে আইফোন ব্যবহারকারীদের বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত হওয়া নিয়ে অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তবে অ্যাপল বলছে, ব্যবহারকারীর আঙুলের ছাপ বা চেহারার বায়োমেট্রিক তথ্য যন্ত্রেই সংরক্ষিত থাকবে। এক্স বা অন্য কোনো তৃতীয় প্রতিষ্ঠানের তৈরি অ্যাপে এসব তথ্য সংরক্ষণের সুযোগ নেই।

সুবিধাটি ব্যবহারের জন্য আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীকে এক্স অ্যাকাউন্টের সেটিংস অ্যান্ড সাপোর্টে যেতে হবে। সেখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাকসেসে যেতে হবে। তারপর সিকিউরিটিতে গিয়ে অ্যাডিশনাল পাসওয়ার্ড প্রটেকশনে থাকা পাসকি চালু করতে হবে। এরপর এক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে ফেস আইডি বা টাচ আইডি দিয়ে পাসকি চালু করতে হবে।

প্রসঙ্গত, পাসকি প্রযুক্তিতে ব্যবহারকারীর আঙুলের ছাপ বা চেহারা সংরক্ষণ করা থাকে। ফলে আঙুলের ছাপ বা ফেস আইডি ব্যবহার করে ফোন আনলক করাসহ বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে ঢোকা যায়। এ পদ্ধতি তুলনামূলক নিরাপদ। কেননা এর সাহায্যে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে আঙুলের ছাপ বা চেহারা যাচাই করা হয়। এর ফলে হ্যাকাররা সহজে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে তথ্য সংগ্রহ করতে পারে না।

সূত্র: ম্যাশেবল