বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনফাইল ছবি

অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে পাসওয়ার্ডসহ ব্যাংকিং তথ্য সংগ্রহ করতে সক্ষম ‘মালিবট’ নামের ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। ক্ষতিকর এ ম্যালওয়্যারটি বার্তায় থাকা তথ্য ও ব্রাউজারের সার্চ ইতিহাস সংগ্রহের পাশাপাশি গোপনে স্মার্টফোনের পর্দার ছবিও তুলতে পারে।

‘মালিবট’ ম্যালওয়্যারটি এতই ভয়ংকর যে এটি স্মার্টফোনে থাকা ফোন নম্বরে ব্যবহারকারীদের অজান্তেই এসএমএস বার্তা পাঠাতে পারে। ফলে বন্ধু বা পরিচিতদের কাছে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

ম্যালওয়্যারটি শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্ট। প্রতিষ্ঠানটির দাবি, বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ছড়িয়ে পড়ছে ম্যালওয়্যারটি। এটি ব্যাংকিং অ্যাপের তথ্য সংগ্রহের পাশাপাশি পুরো স্মার্টফোনও নিয়ন্ত্রণ করতে পারে।

চেক পয়েন্টের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিরাপদ থাকতে অপরিচিত ব্যক্তির পাঠানো লিংক থেকে সাবধান থাকতে হবে। বিশেষ করে অপরিচিত ঠিকানা থেকে পাঠানো পণ্যের অবস্থান জানার লিংকে কোনোভাবেই ক্লিক করা যাবে না। শুধু তা–ই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাপ নামানোর আগে নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে হবে। জানতে হবে অ্যাপটির বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতাও।

সূত্র: জেডডিনেট