গুগল অ্যাকউন্টে লগইন না থাকলে ফাঁকা ফিড দেখাচ্ছে ইউটিউব

ছবি: ইউটিউব

ইউটিউব অ্যাপ বা ওয়েবসাইটে গুগল অ্যাকাউন্ট লগইন করা না থাকলে ফিডে কোনো আধেয় বা কনটেন্ট দেখা যাচ্ছে না। এমনকি ইনকগনিটো মোড ব্যবহারেও এমন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। এসব ক্ষেত্রে ইউটিউব অ্যাপ বা ওয়েবসাইটে ‘ট্রাই সার্চিং টু গেট স্টার্টেড’ নামে একটি বার্তা প্রদর্শিত হচ্ছে।

ব্লিপিং কম্পিউটার প্রথম এ বিষয়টি তুলে ধরে। তবে কী কারণে এবং ঠিক কখন থেকে ইউটিউবে এমন হচ্ছে, তা জানা যায়নি। ব্লিপিং কম্পিউটারের প্রতিবেদনে বলা হয়, গুগল অ্যাকাউন্ট লগআউট ছাড়াও যেসব ব্যবহারকারী অ্যাকাউন্ট লগইন করেছেন কিন্তু ওয়াচ হিস্ট্রি মুছে ফেলেছেন, তাঁরাও একই অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। তাঁদের ফিডেও কোনো ভিডিও এবং ভিডিও সুপারিশ (রিকমেন্ডেশন) প্রদর্শিত হচ্ছে না। সাধারণত ব্যবহারকারীর ভিডিও দেখার ইতিহাসের ওপর নির্ভর করে ফিডে ভিডিও সুপারিশ করে থাকে ইউটিউব। এ ছাড়া ইনকগনিটো মোড ব্যবহারকারীরাও এমনটি দেখেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তবে গুগল অ্যাকউন্টে না থাকলে (লগআউট) বা ওয়াচ হিস্ট্রি মুছে ফেললে ফাঁকা ফিড দেখানো ইউটিউবের জন্য এটি প্রথম ঘটনা নয়। এর আগে গত বছরের আগস্টে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন এমন পরিবর্তন আনা হলেও দ্রুতই তা পরিবর্তন করে আগের মতো করা হয়। তবে এবারের ঘটনাটির ক্ষেত্রে আবার সিদ্ধান্তের পরিবর্তন আসবে কি না, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

অনেকেই ইউটিউবের এমন সিদ্ধান্তকে স্বাগত না জানালেও অনেক ব্যবহারকারী এ পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছেন। বিশেষ করে যাঁরা গড়পড়তা ভিডিও সুপারিশ পেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁদের জন্য এটি সুবিধাজনক বলে মনে করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম