২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নিরাপত্তা প্রশ্নে বড় ঝুঁকি তৈরি করছে বট ম্যালওয়্যার

স্বয়ংক্রিয় ক্ষতিকর প্রোগ্রামিং সংকেত (কোড)-সংবলিত বট রোবট ম্যালওয়্যারের তৈরি করা ঝুঁকি দিন দিন বাড়ছে বলে সতর্ক করে এক প্রতিবেদন প্রকাশ করেছে নর্ড ভিপিএন। বট ম্যালওয়্যারের মাধ্যমে আক্রমণকারী ব্যবহারকারীর পুরো তথ্যের দখল নিতে পারে।

নর্ড ভিপিএনের গবেষণায় দেখা গেছে, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ৫০ লাখ মানুষের তথ্য বেহাত হয়েছে বট ম্যালওয়্যারের কারণে। এ ছাড়া আড়াই কোটির বেশি ব্যবহারকারীর ইউজারনেম ও পাসওয়ার্ড বেহাত হয়েছে। এর মধ্যে গুগল, মাইক্রোসফট ও ফেসবুকের ব্যবহারকারীর তথ্যও রয়েছে।

বট ম্যালওয়্যারকে সাধারণ ম্যালওয়্যারের থেকে বেশি বিপজ্জনক বলা হয়ে থাকে। কারণ, এ ম্যালওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর সব তথ্য বেহাত হওয়ার শঙ্কা থাকে। এমনকি বহু স্তরের অথেনটিফিকেশন সুরক্ষা বলয়কে ভেঙেও এ ম্যালওয়্যারের মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়া হয়।

সাধারণ পাসওয়ার্ড হ্যাক করা হলে এমএফএ বা বহুমুখী অথেনটিফিকেশন সুরক্ষা বলয় ভাঙতে পারেন না হ্যাকাররা। কিন্তু ভুক্তভোগীর কুকিজ ও যন্ত্রের কনফিগারেশন তথ্য থাকায় বট ম্যালওয়্যারের মাধ্যমে এমএফএ সুরক্ষা বলয় এড়িয়ে তথ্য চুরি করতে পারেন হ্যাকাররা। এমন ব্যাখ্যা উপস্থাপন করেছে নর্ড ভিপিএনের নিরাপত্তা বিশ্লেষকেরা। এ ম্যালওয়্যার থেকে সুরক্ষিত থাকতে অ্যান্টিভাইরাস, পাসওয়ার্ড ম্যানেজার ও ফাইল এনক্রিপশন টুল ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।

সূত্র: টেকরাডার