হোয়াটসঅ্যাপের তথ্য চুরি করছে একটি ম্যালওয়্যার

হোয়াটসঅ্যাপপেক্সেলস

বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি মেসেজিং অ্যাপের মাধ্যমে গোপনে স্মার্টফোনে প্রবেশ করে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে সংরক্ষণ করা সব তথ্য চুরি করছে গ্র্যাভিটির‍্যাট ম্যালওয়্যার। সংগ্রহ করা তথ্য নিয়মিত সাইবার অপরাধীদের কাছে পাঠাতে সক্ষম এ ক্ষতিকর ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেটের নিরাপত্তা গবেষক লুকাস স্টেফানকো।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য তৈরি গ্র্যাভিটির‍্যাট ম্যালওয়্যারটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ব্যাকআপ অপশনে সংরক্ষণ করা বার্তা, ছবি ও ভিডিও সংগ্রহ করতে পারে। ফলে এই ম্যালওয়্যারযুক্ত অ্যাপ নামালেই হোয়াটসঅ্যাপের ব্যাকআপ অপশনে সংরক্ষণ করা সব তথ্য চলে যায় সাইবার অপরাধীদের কাছে। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ অপশনে থাকা তথ্যগুলো এনক্রিপশন করা না থাকায় ব্যবহারকারীদের সব তথ্য জানতে পারে সাইবার অপরাধীরা। শুধু তা-ই নয়, চাইলে দূর থেকে গোপনে যেকোনো তথ্য মুছেও ফেলতে পারে তারা।

আরও পড়ুন

ইসেটের নিরাপত্তা গবেষক লুকাস স্টেফানকোর তথ্যমতে, মেসেজিং অ্যাপ বিঞ্জচ্যাট এবং চ্যাটিকোর মাধ্যমে ফোনে ছড়িয়ে পড়ছে গ্র্যাভিটির‍্যাট ম্যালওয়্যার। হোয়াটসঅ্যাপের তথ্য চুরির জন্য ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো নামানোর আগেই ব্যবহারকারীদের ফোনের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ন্ত্রণসহ সংরক্ষণ করা তথ্য ব্যবহারের অনুমতি নিয়ে নেয়।

আরও পড়ুন

সাইবার হামলা থেকে রক্ষা পেতে বিভিন্ন প্রতিষ্ঠানের মেসেজিং অ্যাপ নামানোর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। শুধু তা–ই নয়, ফোনে বিঞ্জচ্যাট ও চ্যাটিকো অ্যাপ নামানো থাকলে দ্রুত মুছে ফেলারও অনুরোধ করেছেন তাঁরা।
সূত্র: ব্লিপিং কম্পিউটার

আরও পড়ুন