কানাডায় সংবাদের লিংক দেখাবে না গুগল

গুগলরয়টার্স

কানাডায় গুগল সার্চ ফলাফলে সংবাদের কোনো তথ্য বা লিংক দেখাবে না গুগল। এ জন্য শিগগিরই গুগলের সার্চ ফলাফল থেকে কানাডার বিভিন্ন সংবাদমাধ্যমের লিংক মুছে ফেলার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। কানাডীয় পার্লামেন্টে অনলাইন সংবাদ-সংশ্লিষ্ট একটি বিল উত্থাপন করায় এমন পদক্ষেপ নিতে যাচ্ছে গুগল। এ বিলের ফলে বড় প্রতিষ্ঠানগুলোকে তাদের সাইটে পোস্ট করা সংবাদের জন্য প্রকাশকদের অর্থ দিতে হবে। সম্প্রতি এ বিলের কারণে মেটাও ফেসবুক ও ইনস্টাগ্রামে কানাডার সংবাদ সীমাবদ্ধ করার ঘোষণা দিয়েছে।

কানাডার ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ নামের বিলটি পাস হলে গুগল ও মেটার মতো প্রতিষ্ঠানকে তাদের প্ল্যাটফর্মে সংবাদ লিংক প্রদর্শনের জন্য সংবাদ প্রকাশকদের অর্থ দিতে হবে। এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে গুগল জানিয়েছে, কানাডায় সাংবাদিকতাকে সমর্থনের জন্য এটি একটি ভুল উপায়। এটি আইন হিসেবে কার্যকর হলে সার্চ, নিউজসহ বিভিন্ন সেবায় কানাডার বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদ বা লিংক প্রদর্শন করবে না গুগল।

গুগলের তথ্যমতে, সংবাদ লিংক প্রদর্শনের জন্য অর্থ দিতে হলে গুগলের পণ্য ও সেবাগুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। কানাডার সংবাদমাধ্যমগুলোকে সমর্থন করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি ও অংশীদারত্বের মাধ্যমে অর্থ পরিশোধ করছে গুগল। ভবিষ্যতে এ ধরনের আরও কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে। গুগল নিউজ শোকেজ কর্মসূচির মাধ্যমে উত্তর আমেরিকার ১৫০টির বেশি সংবাদমাধ্যমের সঙ্গে চুক্তি করেছে গুগল।
সূত্র: গ্যাজেটস নাউ