গুগলের ঘোষণায় এআই প্রযুক্তির যেসব সেবা যুক্ত হচ্ছে, তার মধ্যে রয়েছে জিমেইলের খসড়া তৈরি, প্রত্যুত্তর দেওয়া, সারাংশ লেখা ও ই–মেইলের অগ্রাধিকার নির্ধারণ করা। এ ছাড়া গুগল ডকে এআই দিয়ে লেখা তৈরি, বানান ও বাক্য সম্পাদনা, পুনর্লিখন করার সুযোগ থাকবে। শিটসে মূল তথ্য বিশ্লেষণ করা যাবে। স্লাইডে স্বয়ংক্রিয় ছবি, ভিডিও ও অডিও ব্যবহারের সুযোগ থাকবে।

তবে জিমেইল ও গুগল ডকে এআইয়ের মাধ্যমে লেখার সুবিধা প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের কিছু নির্বাচিত ব্যবহারকারী এ মাস থেকে পাবেন। পরবর্তী সময়ে চলতি বছরেই এ সুবিধাসহ নতুন এআই সেবাগুলো সবার জন্য উন্মুক্ত করবে প্রতিষ্ঠানটি।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বীদের থেকে নিজেদের এগিয়ে রাখতে গুগল এমন পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটজিপিটি আসার পর মাইক্রোসফট চ্যাটবট সক্রিয় এআই বিং চালু করে ফেব্রুয়ারিতে। গুগলও এআইভিত্তিক চ্যাটবট তৈরির কাজ করছে।

সূত্র: দ্য ভার্জ