পাসওয়ার্ডের বদলে পাসকি দিয়েও ঢোকা যাবে গুগল অ্যাকাউন্টে

গুগল অ্যাকাউন্টে এখন পাসকি ব্যবহার করা যাবে

সারা বিশ্বে গুগল অ্যাকাউন্টে প্রচলিত পাসওয়ার্ডের বদলে ‘পাসকি’ চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে গুগল, অ্যাপল, মাইক্রোসফট ও এফআইডিও জোটভুক্ত প্রতিষ্ঠানের যন্ত্র, অপারেটিং সিস্টেম ও ব্রাউজারে পাসওয়ার্ড ছাড়া লগইন চালুর জন্য ‘পাসকি’ নিয়ে একটি অংশীদারত্ব চুক্তি করেছিল। এ চুক্তির প্রায় এক বছর পর গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড ছাড়া লগইন সুবিধা চালুর ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।

বহুস্তরের বা মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন ও পাসওয়ার্ড ম্যানেজারের সাহায্যে প্রচলিত পাসওয়ার্ড দিয়ে লগইনের প্রক্রিয়া নিরাপত্তা সুবিধা দিলেও অনেক সময় এটি ঝামেলাপূর্ণ। কারণ, এসএমএসের মাধ্যমে অনেক সময় অথেনটিকেশন সংকেত পাওয়া সময়সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ হয়।

পাসকি পদ্ধতিতে ব্যবহারকারীর শনাক্তকরণ, যেমন আঙুলের ছাপ বা স্ক্রিন লক পিন মূলত ক্লাউডের মাধ্যমে সব যন্ত্রে সংযুক্ত থাকে। ক্রিপ্টোগ্রাফিক পাসকি ক্লাউডের মাধ্যমে সব যন্ত্রে খাপ খাওয়ানো (সিনক্রোনাইজ করা) যায়। ফলে আঙুলের ছাপ বা স্ক্রিন লক পিন ব্যবহার করে যন্ত্র আনলক এবং ওয়েবসাইট ও অ্যাপে সাইনইন করা যায়। এ পদ্ধতি তুলনামূলক নিরাপদ। কেননা, এর সাহায্যে ব্যবহারকারীর আঙুলের ছাপ বা অন্যান্য শনাক্তকরণ প্রক্রিয়ার প্রয়োজন হয়। এর ফলে দূর থেকে হ্যাকাররা অ্যাকাউন্টের দখল নিতে পারেন না।

গুগল, অ্যাপল ও মাইক্রোসফটে ইতিমধ্যেই এফআইডিওর পাসওয়ার্ডহীন সাইনইন প্রক্রিয়া চালু রয়েছে। তবে এ পদ্ধতিতে প্রথমে প্রতিটি যন্ত্রে সাইনইন করার পর ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করার প্রয়োজন হয়।

কয়েক বছর ধরে গুগল, অ্যাপল ও মাইক্রোসফট পাসকি চালুর জন্য কাজ করে আসছে। গত সেপ্টেম্বরে আইওএস অপারেটিং সিস্টেমে পাসকি পদ্ধতি চালু করে অ্যাপল। ফলে আইফোন দিয়েই ব্যবহারকারীরা পাসকির সাহায্যে ওয়েবসাইট ও অ্যাপে প্রবেশ করতে পারেন।

এখন থেকে গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরাও পাসকি ব্যবহার করতে পারবেন। গুগল অ্যাকাউন্টে প্রবেশ করে পাসকি সক্রিয় করতে পারবেন ব্যবহারকারীরা। তবে এটি ব্যবহারকারীদের জন্য আবশ্যিক কোনো সুবিধা নয়।
সূত্র: টেকক্রাঞ্চ