এক্স প্রোফাইল থেকে লাইকস লুকানো যাবে, তবে কারা পারবেন

ইলন মাস্কের মালিকানাধীন এক্সের (সাবেক টুইটার) প্রোফাইল থেকে লাইকস ট্যাব লুকিয়ে রাখা যাবে। তবে নতুন এ সুবিধা শুধু গ্রাহকেরা (পেইড সাবস্ক্রাইবার) ব্যবহার করতে পারবেন।

নতুন এ সুবিধার মাধ্যমে অর্থের বিনিময়ে হওয়া এক্স ব্যবহারকারী চাইলে প্রোফাইলে থাকা লাইকস ট্যাব সবার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবেন। অন্যরা তখন প্রোফাইলে এলে লাইকস দেখতে পাবেন না। ফলে ব্যবহারকারী এক্সের কোন পোস্টে লাইক দিয়েছেন, তা দেখতে পাবেন না অন্যরা। এখন এক্সের কোনো প্রোফাইলে প্রবেশ করলে লাইকস ট্যাব দেখা যায় এবং এ ট্যাব থেকে ওই প্রোফাইলের মালিক কোন পোস্টে লাইক দিয়েছেন, তা দেখা যায়।

এক্সের প্রোফাইল কাস্টমাইজেশন সেটিংসে গিয়ে ‘হাইড লাইকস ট্যাবস’ থেকে সুবিধাটি চালু করা যাবে। এ সুবিধা চালু করলে শুধু ব্যবহারকারীই তাঁর প্রোফাইলে লাইকস ট্যাব দেখতে পারবেন। তবে যে পোস্টে লাইক দেওয়া হয়েছে, সেই পোস্টে কারা কারা লাইক দিয়েছেন, তা অন্যরা দেখতে পারবেন।

ইলন মাস্কের এক এক্স পোস্ট শেয়ার দিয়ে নতুন এ সুবিধার কথা জানিয়েছেন। তবে পছন্দের পোস্ট বুকমার্ক করে রাখার জন্য তিনি ট্যাবটি সবার জন্য উন্মুক্ত রেখে চালু রাখার পরামর্শও দিয়েছেন। এর আগে গত মাসে এক্সে নীল টিক লুকিয়ে রাখার সুযোগ চালু করা হয়। মেটার মালিকানাধীন থ্রেডস অ্যাপেও শুধু ব্যবহারকারীরা তাঁদের লাইক দেওয়া পোস্ট দেখার সুযোগ পেয়ে থাকেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া