অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘নিউজ’ ট্যাব
আগামী মাসের শুরুতেই অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে ফেসবুক থেকে ‘নিউজ’ ট্যাবটি মুছে ফেলার পরিকল্পনা করছে মেটা। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে এই ট্যাব বন্ধ করে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি।
ফেসবুকের নিউজ ট্যাবে সাধারণত বুকমার্ক করা আধেয় (কনটেন্ট) ও ‘নিউজ স্টোরিজ’ প্রদর্শিত হয়। মেটা বলছে, ‘আমরা জানি, ব্যবহারকারীরা সংবাদ ও রাজনৈতিক আধেয় দেখার জন্য ফেসবুক ব্যবহার করেন না। তাঁরা ফেসবুকের মাধ্যমে অন্যের সঙ্গে যুক্ত হতে চান, নতুন সুযোগের সন্ধান করেন ও নিজেদের আগ্রহের বিষয়গুলো খোঁজেন। ২০২৩ সালে আমরা দেখেছি, ফেসবুক ফিডের ৩ শতাংশের কম আধেয় সংবাদভিত্তিক। ফলে ফেসবুকের বিশাল আধেয়ের মধ্যে এটি খুবই নগণ্য। বরং আমরা মানুষের আগ্রহ রয়েছে এমন বিষয়ে জোর দিচ্ছি। তাঁরা ফেসবুকে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখতে আগ্রহী।’
নিউজ নামের ট্যাবটি বন্ধ হয়ে গেলেও সংবাদ প্রকাশকদের ফেসবুক পেজ অনুসরণ করা ও সংবাদ নিবন্ধের লিংক দেখার সুযোগ বন্ধ হচ্ছে না। তবে নিউজ ট্যাবে বিদ্যমান সংবাদ প্রকাশকদের আধেয় চুক্তি থেকে রাজস্ব আয় বন্ধ হয়ে যাচ্ছে। সংবাদ প্রকাশকদের সঙ্গে ভবিষ্যতেও কোনো ধরনের চুক্তি করার পরিকল্পনা নেই মেটার। এমনকি সংবাদ–সংক্রান্ত কোনো সেবাও আনবে না প্রতিষ্ঠানটি।
সূত্র: ম্যাশেবল