কিউআর কোড দিয়ে অনলাইন প্রতারণা বাড়ছে

কিউআর কোডরয়টার্স

অনলাইন প্রতারণার জন্য কিউআর কোড ব্যবহার করছে সাইবার অপরাধীরা। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। নিয়ন্ত্রক সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ভুয়া কিউআর কোডে ক্ষতিকর লিংক যুক্ত করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে সাইবার অপরাধীরা। ভুয়া কিউআর কোড স্ক্যান করলেই ক্ষতিকর লিংকে প্রবেশ করেন ব্যবহারকারীরা। এর ফলে তাঁদের ব্যক্তিগত তথ্য চলে যায় সাইবার অপরাধীদের দখলে।

জানা গেছে, গাড়ির পার্কিং মিটারে বা বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধা ব্যবহারের জন্য কিউআর কোড স্ক্যান করার কথা বলে থাকে সাইবার অপরাধীরা। এমনকি বিভিন্ন অ্যাকাউন্টের সমস্যা সমাধানের জন্যও কিউআর কোডসহ বার্তা পাঠিয়ে থাকে তারা। বার্তায় বলা হয়, কোড স্ক্যান করার পর তথ্য নিশ্চিত হলেই অ্যাকাউন্ট হালনাগাদ বা সমস্যা সমাধানের কাজ শুরু হবে। শুধু তাই নয়, পার্সেল গ্রহণের জন্য নির্দিষ্ট স্থান বা অনলাইনে কিউআর কোড স্ক্যান করার কথাও বলে থাকে সাইবার অপরাধীরা। ফলে অনেকেই না জেনে প্রতারণার শিকার হচ্ছেন।

বিশ্বের বিভিন্ন দেশে কিউআর কোড ব্যবহার করে অনলাইন প্রতারণার ঘটনা বৃদ্ধি পাওয়ায় অপরিচিত উৎস থেকে পাওয়া কিউআর কোড স্ক্যান করা থেকে বিরত থাকতে বলেছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। এমনকি বিভিন্ন অফারের প্রলোভনে আসা ই-মেইল বা বার্তায় থাকা কিউআর কোড এড়িয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছেন তাঁরা।
সূত্র: গ্যাজেটস নাউ