ইউটিউব ভিডিও দেখার সময় সাবস্ক্রাইব বললেই বাটন ভেসে উঠবে

ইউটিউবরয়টার্স

ইউটিউব ভিডিওতে নির্মাতা সাবস্ক্রাইব করার কথা বললেই সঙ্গে সঙ্গে বাটনটি ভেসে উঠবে। এমন একটি সুবিধা পরীক্ষা করে দেখছে ইউটিউব। বেশ কিছু আধেয় বা কনটেন্টে পরীক্ষামূলক এ সুবিধা দেখাও গেছে।

নাইন টু ফাইভ গুগলের তথ্য মতে, ভিডিওতে সাধারণত নির্মাতারা তাঁদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দর্শকদের অনুরোধ জানিয়ে থাকেন। এ সময় তাঁরা অ্যানিমেটেড সাবস্ক্রাইব বাটন ভিডিওতে প্রদর্শনও করেন। তবে ইউটিউব নতুন একটি সুবিধা আনতে কাজ করছে। এ সুবিধার ফলে নির্মাতা চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বললে স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব সাবস্ক্রাইব বাটন দেখাবে। পরীক্ষামূলক এ সুবিধা কিছু ভিডিওতে এরই মধ্যে দেখা গেছে। তবে কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে, তা জানা যায়নি।

এদিকে সুর উচ্চারণ করলে সেই গান খুঁজে দেওয়ার সুযোগ চালু করতে যাচ্ছে ইউটিউব। নতুন এ সুবিধা চালু হলে ইউটিউবের ভয়েস সার্চ অপশনে গিয়ে পছন্দের গানের সুর গুনগুন করে গাইলেই গানটি সার্চ ফলাফলে দেখা যাবে। এ ছাড়া ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর সময় স্কিপ অ্যাড বাটনের নকশা পরিবর্তনের কাজ করছে ইউটিউব। জানা গেছে, আগের তুলনায় বাটনটি অপেক্ষাকৃত ছোট হবে এবং বাটনে সীমারেখা থাকবে। এমনকি অ্যাড শব্দের সব অক্ষরই ছোট হাতের হবে।