গুগলের ফোন অ্যাপে আসছে হোয়াটসঅ্যাপ কল ও ভিডিও কলের শর্টকাট

গুগল ফোন অ্যাপে আসছে নতুন সুবিধাছবি: সংগৃহীত

গুগলের ফোন অ্যাপে হোয়াটসঅ্যাপ কল ও ভিডিও কল করার শর্টকাট যুক্ত করতে কাজ করছে গুগল। এটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সাধারণত অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডায়ালার অ্যাপ হিসেবে গুগল ফোন অ্যাপ ব্যবহার করা হয়। নতুন এ সুবিধা যুক্ত হলে সেই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ কলের হালনাগাদ দেখার পাশাপাশি ফোন অ্যাপ থেকেই ভিডিও কল করার সুযোগ পাবেন।

এক্সে (সাবেক টুইটার) এক ব্যবহারকারী নতুন সুবিধা দুটির একটি ব্যবহার করতে পারছেন বলে বার্তা প্রকাশ করেছেন। সেই বার্তায় স্ক্রিনশটও যুক্ত করেছেন তিনি। সেই স্ক্রিনশটে দেখা যায়, গুগল ফোন অ্যাপে সাধারণ কলের পাশাপাশি হোয়াটসঅ্যাপে আসা আগের কলের ইতিহাস দেখা যাচ্ছে।

এ ছাড়া অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ মিশাল রাহমান এক্সে এক বার্তায় জানিয়েছেন, গুগল ফোন অ্যাপে অনেক ব্যবহারকারী ফোনকল করার সময় ভিডিও নামে একটি ট্যাব দেখতে পাচ্ছেন। তিনি সেই বার্তায় একটি ছবিও (স্ক্রিনশট) যুক্ত করেছেন। তাতে দেখা যায়, ভিডিও বাটনে ট্যাপ করলে গুগল মিটের ভিডিও কলের মতো একটি পেজ চালু হয়। বলা হচ্ছে, ভিডিও বাটন যুক্ত করার ফলে খুব সহজে গুগল ফোন অ্যাপে ভয়েস কল করার সময় গুগল মিটে যুক্ত হয়ে ভিডিও কল করা যাবে।

সুবিধা দুটি এখনো নির্দিষ্ট ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারছেন। ধারণা করা হচ্ছে, পরে ধারাবাহিকভাবে সবার জন্য সুবিধা দুটি চালু করা হবে।

সূত্র: নাইন টু ফাইভ গুগল ডটকম