চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘বার্ড’ হালনাগাদ করবে গুগল

সুন্দর পিচাইরয়টার্সের ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির বিকল্প হিসেবে মাত্র দুই সপ্তাহ আগে বার্ড (বিএআরডি) নামের নিজস্ব চ্যাটবট উন্মুক্ত করেছে গুগল। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসকারীদের জন্য উন্মুক্ত হওয়া এই চ্যাটবট ইংরেজি ভাষায় যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারে। ফলে চ্যাটবটটি আলাদাভাবে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। কিন্তু উন্মুক্তের পর ব্যবহারকারীদের কাছে খুব বেশি সাড়া ফেলতে পারেনি বার্ড। বিষয়টি অজানা নয় গুগলের কাছেও। আর তাই শিগগিরই বার্ডের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই।

বার্ড নামের চ্যাটবটটি মূলত গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এলএএমডিএ (ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশনস) কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে। তবে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা না পাওয়ায় ভবিষ্যতে চ্যাটবটটিতে পিএএলএম ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সুন্দর পিচাই।

বার্ড চ্যাটবট হালনাগাদের বিষয়ে সুন্দর পিচাই জানিয়েছেন, ‘আমাদের কাছে আরও বেশ কিছু ল্যাঙ্গুয়েজ মডেল রয়েছে। শিগগিরই পিএএলএম ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হবে বার্ড চ্যাটবটে। ফলে কোডিং বা গাণিতিক বিভিন্ন প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারবে চ্যাটবটটি।
সূত্র: দ্য ভার্জ