৭৪ হাজার অ্যান্ড্রয়েড টিভি–বক্সে ম্যালওয়্যার পাওয়া গেছে

অ্যান্ড্রয়েডের প্রতীক
রয়টার্স

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা টেলিভিশন সেটআপ বক্সে ক্ষতিকর প্রোগ্রাম (ব্যাকডোর ম্যালওয়্যার) সংক্রমণের খোঁজ পেয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। এই ম্যালওয়্যার সংক্রমণের ফলে অ্যাপে ঢুকে যন্ত্রের দখল নিতে পারে হ্যাকাররা।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হিউম্যান সিকিউরিটি অ্যান্ড্রয়েড টিভি বক্স ও একটি ট্যাবলেটে এই ম্যালওয়্যারের সংক্রমণ খুঁজে পেয়েছে। হিউম্যান সিকিউরিটি আটটি মডেলের অ্যান্ড্রয়েড যন্ত্রে এই ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে। এদের মধ্যে সাতটি টেলিভিশন সেটআপ বক্স রয়েছে। এই সাতটি টেলিভিশন সেটআপ বক্সের মডেলও তারা উল্লেখ করেছে। এগুলো হলো—টি ৯৫, টি ৯৫ জেড, টি ৯৫ ম্যাক্স, এক্স ৮৮, কিউ ৯, এক্স ১২ প্লাস এবং এমএক্সকিউ প্রো ফাইভজি। এই সাতটি মডেলের টেলিভিশন সেটআপ বক্স ছাড়াও জে–৫–ডব্লিউ মডেলের অ্যান্ড্রয়েড ট্যাবলেট রয়েছে। হিউম্যান সিকিউরিটি ছাড়াও সাইবার নিরাপত্তা গবেষক ড্যানিয়েল মিলিসিক টি ৯৫ মডেলের অ্যান্ড্রয়েড টিভি বক্সে ব্যাকডোর ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন।

আরও পড়ুন

প্রতিষ্ঠানটি বলছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই সেটআপ বক্সের মাধ্যমে যন্ত্রকে ওয়েবে যুক্ত করে সাইবার হামলা চালানো হচ্ছে। অন্তত ৭৪ হাজার অ্যান্ড্রয়েড যন্ত্র এই ম্যালওয়ারে আক্রান্ত হয়েছে বলে অনুমান করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েডের আরও ২০০টি ভিন্ন মডেলের যন্ত্রে এই ম্যালওয়্যার সংক্রমণ হতে পারে এমন শঙ্কা করছে। এসব অ্যান্ড্রয়েড যন্ত্র সাধারণত বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহৃত হয়।

আরও পড়ুন

হিউম্যান সিকিউরিটি বলছে, এসব অ্যান্ড্রয়েড টেলিভিশন সেটআপ বক্স কোনো ব্র্যান্ডের নাম ছাড়াই সস্তায় অনলাইনে বিক্রি হয়। এসব সেটআপ বক্স চীনে প্রস্তুত করে বাজারজাত করা হচ্ছে। তবে ব্যাকডোর ম্যালওয়ার চীনেই এসব যন্ত্রে যোগ করা হচ্ছে কি না, এ বিষয়ে প্রতিষ্ঠানটি নিশ্চিত হতে পারেনি। এর আগে ২০১৬ সালে ট্রিয়াডা ম্যালওয়ারসহ এই ব্যাকডোর শনাক্ত করে ক্যাসপারস্কি।

এছাড়া বিজ্ঞাপন জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত টিভি বক্স অ্যাপসহ অ্যান্ড্রয়েড ও আইওএসের ৩৯টি অ্যাপের সন্ধান পেয়েছে প্রতিষ্ঠানটি। এদের মধ্যে গুগল হিউম্যান সিকিউরিটির শনাক্ত করা ২০টি অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল প্লে স্টোর থেকে।  একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রোর দাবি, দুটি চীনভিত্তিক হ্যাকিং দল এই ব্যাকডোর ম্যালওয়্যার সংক্রমণের সঙ্গে জড়িত।

সূত্র: আরসটেকনিকা ডটকম