টিকটক অ্যাপে যুক্ত হচ্ছে গুগল সার্চ ফলাফল

টিকটক
ছবি: রয়টার্স

টিকটক অ্যাপের সার্চ বক্সে বিভিন্ন শব্দ দিয়ে খোঁজ করে ভিডিও, স্থানসহ প্রাসঙ্গিক তথ্য পাওয়া যায়। এবার অ্যাপের এই সার্চ ফলাফলে গুগল সার্চ যুক্ত করার জন্য পরীক্ষা চালাচ্ছে টিকটক। অ্যাপ গবেষক রাডু ওনসেস্কু এ বিষয়টি সামনে এনেছেন। এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, টিকটক সার্চ এখন গুগল সার্চ দেখাচ্ছে। সেই পোস্টে যুক্ত ছবিতে দেখা যায়, টিকটক সার্চ পেজে গুগল সার্চে একই বিষয় নিয়ে অনুসন্ধান করা যাবে।

অবশ্য সুবিধাটি এখনো টিকটক অ্যাপে দেখা যাচ্ছে না। টিকটকের এক মুখপাত্র সুবিধাটির সম্পর্কে নিশ্চিত করে বলেন, ‘আমরা বেশ কিছু দেশে কিছু তৃতীয় প্রতিষ্ঠানের (থার্ড পার্টি) অ্যাপ যোগ করার পরীক্ষামূলক কাজ করছি।’ এসব থার্ড পার্টি অ্যাপে গুগল সার্চও রয়েছে। গত সপ্তাহে দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, টিকটক তাদের অ্যাপের সার্চ ফলাফলে উইকিপিডিয়াকে যুক্ত করার পরীক্ষামূলক কাজও করছে।

আবার, অনলাইন কেনাকাটা করার সুযোগ তৈরি করতে সম্প্রতি শপ সুবিধা চালু করেছে ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমটি। প্রতিষ্ঠানটির অ্যাপেই শপ নামে একটি বাটন যুক্ত করা হয়েছে, যেখানে ট্যাপ করে সহজে অনলাইনে বিভিন্ন পণ্য কেনা যাবে। এখন সুবিধাটি যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, বিভিন্ন সুবিধা ও পরীক্ষামূলক কার্যক্রম থেকে অনুমান করা যায় একটি অ্যাপ থেকেই অনলাইনের সব সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছে টিকটক। টিকটক অ্যাপে গুগল সার্চকে যুক্ত করায় অনেকে বিস্মিতও হয়েছেন। কারণ, গত বছর গুগলের এক কর্মকর্তা জানান, তরুণরা এখন স্থান খুঁজতে গুগল সার্চ ব্যবহার না করে টিকটক বা ইনস্টাগ্রাম অ্যাপের সার্চ সুবিধা ব্যবহার করেন।

গুগলের ভাইস প্রেসিডেন্ট প্রভাকর রাঘবন বলেন, ‘আমাদের গবেষণায় দেখা গেছে রেস্তোরাঁ বা খাবারের দোকান খুঁজতে প্রায় ৪০ শতাংশ তরুণ-তরুণী এখন গুগল ম্যাপস বা সার্চে প্রবেশ করে তা অনুসন্ধান করেন না। তারা টিকটক বা ইনস্টাগ্রামের সার্চ ব্যবহার করেন।’

সূত্র: ম্যাশেবল ও টেকক্রাঞ্চ