জিমেইলে পাসকি যেভাবে ব্যবহার করা যাবে

পাসকির মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট আরও সুরক্ষা পাবে

গুগলে বিভিন্ন সুবিধার হালনাগাদে এখন থেকে জিমেইল ব্যবহারকারীরা পাসকি পদ্ধতিতে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। গুগলের পাসকি পদ্ধতি চালুর ফলে এখন থেকে আঙুলের ছাপ, মুখাবয়ব স্ক্যান এবং যন্ত্রের পিন দিয়ে পরিচয় যাচাইয়ের মাধ্যমে ব্যবহারকারীরা যন্ত্র আনলক করার মতোই ওয়েবসাইট ও অ্যাপে সাইন-ইন করে গুগল অ্যাকউন্টে প্রবেশ করতে পারবেন। বলা হচ্ছে, পাসওয়ার্ডহীন অনলাইন সাইন-ইন প্রযুক্তির আরও প্রসার হবে এই পাসকির মাধ্যমে। বিভিন্ন যন্ত্রে পাসওয়ার্ডহীন পাসকি ব্যবহার করা যাবে। ফলে বিভিন্ন যন্ত্রে বারবার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে না। এতে করে পাসওয়ার্ড হ্যাকের ঝুঁকি কমবে এবং অনলাইনে সুরক্ষিত থাকা যাবে।

পাসকি কী এবং যেভাবে কাজ করে

পাসকি হলো অ্যাপ ও ওয়েবসাইটের অ্যাকাউন্টে ঢোকার, অর্থাৎ সাইন-ইন বা লগইন করার একটি নতুন পদ্ধতি৷ অন্য কোনো যন্ত্রে জিমেইল অ্যাকাউন্টে ঢুকতে গেলে পাসওয়ার্ড দিতে হবে না। মুঠোফোনে একটা নোটিফিকেশন আসবে। তখন ফোনে আঙুলের ছাপ বা মুখমণ্ডল শনাক্ত করে অন্য যন্ত্র থেকে জিমেইলে লগইন করা যাবে। প্রযুক্তিবিশেষজ্ঞরা বলছেন, পাসকি ব্যবহার করা যেমন সহজ, তেমনি পাসওয়ার্ড ব্যবহারের চেয়ে বেশি সুরক্ষিত। ফলে ব্যবহারকারীদের আর পাসওয়ার্ডের ওপর নির্ভর করতে হবে না এবং হ্যাকিংয়ের শঙ্কাও কমে যাবে।

আঙুলের ছাপ বা মুখাবয়ব স্ক্যানের মাধ্যমে পরিচয় শনাক্ত করে যন্ত্র আনলকের মতোই পাসকি দিয়েও ওয়েবসাইট ও অ্যাপ থেকে অ্যাকাউন্টে প্রবেশ (লগইন) করা যায়।

গুগলে যেভাবে পাসকি ব্যবহার করা যাবে

পাসকি দিয়ে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করতে প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর পাসওয়ার্ড দিয়ে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করে ক্রিয়েট আ পাসকিতে ক্লিক করতে হবে। এরপর যে যন্ত্র থেকে প্রবেশ করা হয়েছে, সেই যন্ত্রের পাসকি ব্যবহারের জন্য কন্টিনিউ নির্বাচন করতে হবে। এরপর যন্ত্রে আঙুলের ছাপ দিলে সেই যন্ত্রের জন্য পাসকি তৈরি হয়ে যাবে।
সূত্র: ডেইলি মেইল