মাইক্রোসফট মেশের প্রধান পণ্য ব্যবস্থাপক ক্যাটি ক্যালির ভাষ্যমতে, সুবিধাটি বাইনারি নয়। ফলে ব্যবহারকারী নিজেকে যেভাবে উপস্থাপন করতে চান, সেভাবে উপস্থাপন করতে পারবেন। ভিডিও বা ত্রিমাত্রিক অ্যাভাটারের উপস্থাপনের মাধ্যমে নিজের মতো করে সাজিয়ে সভা করার অপশন বাছাই করা যাবে। ব্যবহারকারীর কণ্ঠ অনুসরণ করে তা অনুযায়ী ভঙ্গি প্রদর্শন করে ত্রিমাত্রিক অ্যাভাটারে তাঁর উপস্থিতি দেখা যাবে।

এদিকে মাইক্রোসফট টিমসের বিনা মূল্যে ব্যবহারের সুবিধা বন্ধ হতে যাচ্ছে। এপ্রিল মাসের ১২ তারিখের পর বিনা মূল্যে অ্যাপটি আর ব্যবহারের সুযোগ থাকবে না।
সূত্র: দ্য ভার্জ