ক্রোম ব্রাউজারের ‘জিরো ডে’ নিরাপত্তা ত্রুটি ঠিক করেছে গুগল
ক্রোম ব্রাউজারে থাকা ‘জিরো ডে’ নিরাপত্তা ত্রুটির সমাধান করে নতুন সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে দ্রুত হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে এ বছর মোট চারটি ‘জিরো ডে’ নিরাপত্তা ত্রুটির সমাধান করল গুগল।
গুগলের তথ্যমতে, ক্রোম ব্রাউজারে থাকা সিভিই-২০২৩-৪৮৬৩ ত্রুটিটি ছিল ভয়ংকর। এ ত্রুটি ব্যবহার করে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম চলা যন্ত্রে কোড পাঠিয়ে বড় ধরনের ফিশিং হামলা চালানো যেত। আর তাই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ১১৬.০.৫৮৪৫.১৮৭/১৮৮ এবং ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য ১১৬.০.৫৮৪৫.১৮৭ উন্মুক্ত করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে নতুন সংস্করণগুলো ব্যবহার করা যাবে।
জিরো ডে নিরাপত্তা ত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাঁচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তা ত্রুটি বলা হয়।
সূত্র: ব্লিপিং কম্পিউটার