হোয়াটসঅ্যাপের ‘ইন অ্যাপ চ্যাট সাপোর্ট’ আসছে কম্পিউটারে

বার্তার নিরাপত্তার জন্য চ্যাট লক সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপহোয়াটসঅ্যাপ

আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি কম্পিউটার ব্যবহারকারীদের জন্য ‘ইন অ্যাপ চ্যাট সাপোর্ট’ চালু করছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে নিজেদের উইন্ডোজ অ্যাপের হালনাগাদ বেটা সংস্করণে এ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।

নতুন এ সুবিধা চালু হলে উইন্ডোজ কম্পিউটার ব্যবহারকারীরা বন্ধু বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে বার্তা বা ছবি আদান-প্রদানের সময় অ্যাপ থেকেই সরাসরি হোয়াটসঅ্যাপের কাছে বিভিন্ন সমস্যার সমাধান জানার জন্য বার্তা পাঠাতে পারবেন। শুধু তা–ই নয়, চাইলে বিভিন্ন অ্যাকাউন্ট বা পোস্টের বিরুদ্ধে অভিযোগও করা যাবে। মাইক্রোসফট স্টোর থেকে হোয়াটসঅ্যাপ উইন্ডোজ অ্যাপের বেটা সংস্করণ নামিয়ে এ সুবিধা পরখ করা যাবে।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো জানিয়েছে, নতুন এ সুবিধা চালু হলে বর্তমানের মতো হোয়াটসঅ্যাপের সহযোগিতা পেতে ই-মেইল পাঠাতে হবে না। অর্থাৎ অ্যাপ থেকেই সরাসরি হোয়াটসঅ্যাপের কাছে বার্তা পাঠিয়ে বিভিন্ন কারিগরি সহায়তা পাওয়া যাবে। ফলে হোয়াটসঅ্যাপের সহায়তা পেতে সময় বাঁচবে। শিগগিরই এ সুবিধা উন্মুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি কম্পিউটার থেকে অডিও এবং ভিডিও কল করার সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ। শুধু তা–ই নয়, ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীদের সব বার্তা ও অডিও-ভিডিও কলে এন্ড টু এন্ড নিরাপত্তার সুবিধাও যুক্ত করেছে। ফলে ফোনের মতো কম্পিউটারে হোয়াটসঅ্যাপের সব সুবিধা ব্যবহার করা যায়।
সূত্র: গ্যাজেটস৩৬০