টুইটারে ত্রুটি, অপরিচিত ব্যক্তিরাও দেখতে পারছিলেন টুইটার সার্কেলের টুইট

টুইটাররয়টার্স

খুদে ব্লগ লেখার সাইট টুইটারে টুইট (টুইটারে দেওয়া বার্তা) করলে সেগুলো অপরিচিত ব্যক্তিরাও দেখতে পারেন। ফলে ব্যবহারকারীরা স্বচ্ছন্দে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় করতে পারেন না। তবে ‘টুইটার সার্কেল’ নামে আলাদা গ্রুপ তৈরি করে সহজে গোপনীয় বা গুরুত্বপূর্ণ টুইট নিজেদের মধ্যে আদান-প্রদান করা যায়। কিন্তু কারিগরি ত্রুটির কারণে সম্প্রতি টুইটার সার্কেল ব্যবহারকারীদের আদান-প্রদান করা টুইটগুলো অপরিচিত ব্যক্তিরাও দেখতে পারছিলেন। বেশ কয়েকজন ব্যবহারকারী অভিযোগ করার পর এ সমস্যার সমাধান করেছে টুইটার কর্তৃপক্ষ।

টুইটার জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে গত এপ্রিল মাসে টুইটার সার্কেলের মাধ্যমে আদান-প্রদান করা টুইটগুলো অন্য ব্যবহারকারীরাও দেখতে পেরেছেন। এরই মধ্যে টুইটারে থাকা কারিগরি ত্রুটির সমাধান করা হয়েছে। ফলে আগের মতো নিরাপদে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে টুইট পাঠানো যাবে।

আরও পড়ুন

উল্লেখ্য, টুইটার সার্কেল সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ১৫০ জনকে নিয়ে আলাদা গ্রুপ তৈরি করে টুইট পাঠানো যায়। অর্থাৎ গ্রুপে থাকা নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ টুইটগুলো দেখতে পারেন না। শুধু তা–ই নয়, টুইটার সার্কেলে পাঠানো টুইটের উত্তর সাধারণ টুইটের মতো করে পাঠানো যায়। ফলে সহকর্মী বা প্রিয়জনদের সঙ্গে স্বচ্ছন্দে গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের সুযোগ মিলে থাকে।
সূত্র: গ্যাজেটস নাও

আরও পড়ুন