বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কা ইতালির

র‍্যানসমওয়্যার সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে বিশ্বের লাখ লাখ ভিএমওয়্যার ইএসএক্সআই সার্ভার। ইতালির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি, এসিএন এই সতর্কবার্তা দিয়েছে। সাইবার হামলা থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, র‍্যানসমওয়্যার হচ্ছে ম্যালওয়্যার বা ক্ষতিকর কম্পিউটার প্রোগ্রাম, যা কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা কম্পিউটার বা মুঠোফোনের নিয়ন্ত্রণ নিয়ে ‘মুক্তিপণ’ দাবি করে।

এসিএনের মহাপরিচালক রবার্তো বালদোনি জানিয়েছেন, সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে এ সাইবার হামলা চালানোর চেষ্টা করেছেন হ্যাকাররা। সাইবার হামলার ধরনটি ছিল মারাত্মক।
জানা গেছে, ইতালির পাশাপাশি ফ্রান্স, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন প্রতিষ্ঠানের সার্ভারে র‍্যানসমওয়্যার সাইবার হামলা চালানো হয়েছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে অর্থ দাবি করছেন হ্যাকাররা।

ভিএমওয়্যারের এক মুখপাত্র জানিয়েছেন, সাইবার হামলার বিষয়ে তাঁরা অবগত। ২০২১ সালের ফেব্রুয়ারিতেই এ ত্রুটির সমাধান করে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করা হয়েছিল। সার্ভারে দ্রুত নিরাপত্তা প্যাঁচটি ব্যবহারের পরামর্শও দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ফ্রান্সে প্রথম এই সাইবার হামলা শনাক্ত করা হয়। আশঙ্কা করা হচ্ছে, এ হামলা চালিয়ে বিশ্বের কয়েক হাজার সার্ভার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন হ্যাকাররা।
সূত্র: রয়টার্স