অনাকাঙ্ক্ষিত বার্তা সম্পর্কে সতর্ক করবে গুগল ভয়েস

গুগল ভয়েস

অনাকাঙ্ক্ষিত বার্তা বা স্প্যাম সম্পর্কে সতর্ক করবে গুগল ভয়েস। এখন স্প্যাম কল সম্পর্কে সতর্ক করে গুগল ভয়েস। অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই অপারেটিং সিস্টেমেই এ সুবিধা চালু হবে।

সন্দেহজনক বা স্প্যাম মেসেজের পাশে অ্যান্ড্রয়েড বা আইফোনে লাল রঙের সতর্কতামূলক চিহ্ন দেখতে পারবেন ব্যবহারকারী। যাতে সহজে শনাক্ত করা যায়, এ জন্য এসএমএসের প্রিভিউ অংশে লাল রঙে ‘সাসপেক্টেড স্প্যাম’ নামে একটি লেবেলও দেখা যাবে।

এরপর ব্যবহারকারীরা বার্তাটিকে সন্দেহজনক বা স্প্যাম হিসেবে যদি লেবেলে নিশ্চিত করেন, তাহলে ওই নম্বর থেকে যেকোনো মেসেজ এলে সরাসরি স্প্যাম ফোল্ডারে জমা হবে। আর বার্তাটি স্প্যাম হিসেবে শনাক্ত না হলে অন্য স্বাভাবিক মেসেজের মতোই সেই নম্বর থেকে এসএমএস পাওয়া যাবে এবং সতর্কতামূলক চিহ্নও প্রদর্শিত হবে না।

এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, গুগল ভয়েসে স্প্যাম কল সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করা হয়। এবার এই সুবিধা অ্যান্ড্রয়েড ও আইফোনে আসা এসএমএসের জন্য বিস্তৃত করা হচ্ছে। এ ধরনের এসএমএস মেসেজে সতর্কতামূলক লেবেল প্রদর্শিত হবে।

স্প্যাম বার্তা সম্পর্কে সতর্ক করার সুবিধাটি বিনা মূল্যে সব ব্যবহারকারী ব্যবহার করতে পারবেন। এদিকে জিবোর্ডের বেটা সংস্করণের ব্যবহারকারীদের জন্য প্রুফরিড নামে নতুন একটি সুবিধা চালু করেছে গুগল। এ সুবিধার মাধ্যমে লেখার বানান ও ব্যাকরণগত ভুল যাচাই করে সংশোধন করা যাবে।

সূত্র: নিউজ-১৮ ডটকম