এখন ঘুমাতে যান, বলবে টিকটক

টিকটক
রয়টার্স

ব্যবহারকারীরা গভীর রাতেও টিকটক ব্যবহার করেন, এমন কথা প্রায়ই শোনা যায়। তাই ‘স্লিপ রিমাইন্ডার’ নামে একটি সুবিধা নিয়ে কাজ শুরু করেছে ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। এ ফিচারের ফলে ব্যবহারকারীকে ঘুমানোর সময় জানানোর পাশাপাশি ঘুমের পুরোটা সময় নোটিফিকেশন বন্ধ রাখবে টিকটক। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করেছে টিকটক।

পণ্য বা সেবা নিয়ে ভবিষ্যদ্বাণী করা প্রতিষ্ঠান ওয়াচফুল এআই জানিয়েছে, টিকটক অ্যাপের সেটিংসে ‘স্ক্রিন টাইম’ অপশনে নতুন এ সুবিধা পাওয়া যাবে। পরীক্ষামূলক কার্যক্রমের ব্যবহারকারীরা এখান থেকেই ‘স্লিপ রিমাইন্ডার’ অপশন থেকে ঘুমানোর সময় নির্বাচন করতে পারছেন। এরপর নির্দিষ্ট মুহূর্তে টিকটক ব্যবহারকারীকে ঘুমানোর সময় জানাবে। এ ছাড়া ঘুমানোর সময় পরবর্তী সাত ঘণ্টা টিকটকের নোটিফিকেশন বন্ধ থাকবে।

এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে স্ক্রিনের সময় (কতক্ষণ ফোনের পর্দায় টিকটিক দেখবে) ব্যবস্থাপনার ফিচার চালু করে টিকটক। এ ছাড়া টিকটকে একটানা ব্যবহারের সময়সীমা নির্ধারণের সুযোগ রয়েছে।

সূত্র: টেকক্রাঞ্চ