আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল, কেন

সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন আইফোন ব্যবহারকারীরারয়টার্স

বিশ্বের প্রায় ১০০টি দেশে বসবাসকারী আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘মার্সেনারি’ নামের স্পাইওয়্যার হামলা হতে পারে বলে সতর্ক করেছে অ্যাপল। এই স্পাইওয়্যার হামলা নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হতে পারে বলে আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের তথ্যমতে, ব্যক্তিগত বা পেশাগত পরিচয়ের কারণে স্পাইওয়্যার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন অনেকেই। এর ফলে সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনৈতিক নেতা বা সমাজে প্রভাবশালী ব্যক্তিরা স্পাইওয়্যার হামলার শিকার হতে পারেন। স্পাইওয়্যার হামলার সময়কাল সীমিত হলেও এর প্রভাব হতে পারে ভয়াবহ।

আরও পড়ুন

স্পাইওয়্যার মূলত একধরনের ম্যালওয়্যার, যা ফোনের তথ্য চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে পারে। তাই স্মার্টফোনে আড়ি পাততে সক্ষম অ্যাপ বা স্পাইওয়্যারের সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির অনলাইন বা দৈনন্দিন কার্যক্রমে নজরদারি করে থাকে সাইবার অপরাধীসহ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান। এ কারণে সব আইফোন ব্যবহারকারীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে অ্যাপল।

আরও পড়ুন

মার্সেনারি স্পাইওয়্যার হামলা থেকে রক্ষা পেতে আইফোনে থাকা সব সফটওয়্যার নিয়মিত হালনাগাদের পাশাপাশি সর্বশেষ নিরাপত্তা সুবিধাগুলো চালুর পরামর্শ দিয়েছে অ্যাপল। এ ছাড়া আইফোনে শক্তিশালী পাসকোড ব্যবহার, অ্যাপল আইডিতে টু ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধা চালুসহ অপরিচিত ব্যক্তিদের পাঠানো কোনো লিংকে ক্লিক না করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া