অ্যান্ড্রয়েডের নিরাপত্তা এড়িয়ে ফোনে লুকিয়ে থাকে ‘লিয়ানস্পাই’ ম্যালওয়্যার

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে স্মার্টফোন থেকে তথ্য সংগ্রহ করতে পারে লিয়ানস্পাই ম্যালওয়্যাররয়টার্স

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে স্মার্টফোন থেকে তথ্য সংগ্রহ করতে সক্ষম নতুন ধরনের এক ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির দাবি, লিয়ানস্পাই নামের ম্যালওয়্যারটি গোপনে স্মার্টফোনে প্রবেশ করে তথ্য চুরি করার পাশাপাশি ব্যবহারকারীদের ফোন ব্যবহারের স্ক্রিনশট নিতে পারে। এমনকি ফোনে কথোপকথনের সব তথ্য সংগ্রহ করে দূরে থাকা সাইবার অপরাধীদের কাছে পাঠাতেও পারে ম্যালওয়্যারটি।

ক্যাসপারস্কির তথ্য মতে, লিয়ানস্পাই ম্যালওয়্যার অ্যান্ড্রয়েডের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে স্মার্টফোনের সিস্টেমে লুকিয়ে থাকতে পারে। ফলে বছরের পর বছর ধরে ম্যালওয়্যারটি ফোনে লুকিয়ে থাকলেও অ্যান্টিভাইরাসের মাধ্যমে শনাক্ত করা যায় না। ফলে বছরের পর বছর ধরে ব্যবহারকারীদের তথ্য চুরি করতে পারে ম্যালওয়্যারটি।

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ক্যামেরা বা মাইক্রোফোন চালু করলে ইন্ডিকেটরে সংকেত দেখা যায়। কিন্তু লিয়ানস্পাই ম্যালওয়্যারটি এই প্রাইভেসি ইন্ডিকেটর এড়াতে পারে। ফলে ম্যালওয়্যারটি গোপনে ক্যামেরা বা মাইক্রোফোন চালু করলেও ব্যবহারকারী তা জানতে পারেন না।

লিয়ানস্পাই ম্যালওয়্যার ফোনের পটভূমিতে সক্রিয় থাকার জন্য গোপনে স্ক্রিন ওভারলে, কন্টাক্টস, নোটিফিকেশন, কল লগ প্রভৃতি ব্যবহারের অনুমতি নিয়ে নেয়। ফলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ক্রোম, ইনস্টাগ্রাম, জিমেইল, স্কাইপে, স্ন্যাপচ্যাট ও ডিসকর্ডের মতো অ্যাপ থেকেও তথ্য চুরি করতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস