চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড সংস্করণ অ্যাপ আসছে বলে ঘোষণা দিয়েছে এর নির্মাতা ওপেনএআই। এক টুইট বার্তায় এ ঘোষণা দেওয়া হয়। টুইটে বলা হয়, আগামী সপ্তাহে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড সংস্করণের চ্যাটজিপিটি অ্যাপ ব্যবহার করতে পারবেন। আজ রোববার থেকে ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে অ্যাপটির আগাম ফরমায়েশ (প্রি-অর্ডার) দিতে পারবেন।
বলা হচ্ছে, আইওএস অপারেটিং সিস্টেমের মতো অ্যান্ড্রয়েড সংস্করণেও বিনা মূল্যে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। গুগল প্লে স্টোরে এখন চ্যাটজিপিটি অ্যাপ ইনস্টল বাটনে প্রেস করলে নিবন্ধন হয়ে যাবে। এক পপআপ বার্তায় বলা হয়, চ্যাটজিপিটি অ্যাপ উন্মুক্ত হলে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া প্রাক্-নিবন্ধন করে ‘অটোমেটিক ইনস্টল’ চালুও করা যাচ্ছে। অর্থাৎ গুগল প্লে স্টোরে চ্যাটজিপিটি অ্যাপ উন্মুক্ত হলে তা স্বয়ংক্রিয়ভাবেই ইনস্টল হয়ে যাবে।
গত বছর চ্যাটজিপিটি নিয়ে আসার পর চলতি বছরের মে মাসে আইওএস যন্ত্রের জন্য এআই চ্যাটবটটির অ্যাপ নিয়ে আসে ওপেনএআই। সে সময় জানানো হয়, খুব শিগগিরই তারা অ্যান্ড্রয়েড সংস্করণের জন্যও অ্যাপ নিয়ে আসবে।
এদিকে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি এবং গুগলের বার্ড (বিএআরডি) চ্যাটবটের সঙ্গে পাল্লা দিতে এআইভিত্তিক চ্যাটবট তৈরির কাজ শুরু করেছে অ্যাপল। ‘অ্যাপল জিপিটি’ নামের চ্যাটবটটির কার্যকারিতা এরই মধ্যে পরখ করে দেখছে প্রতিষ্ঠানটি। চ্যাটবট তৈরির খবর প্রকাশের পরপরই অ্যাপলের শেয়ারের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে।
এ ছাড়া জুনে চ্যাটজিপিটির ওয়েব ট্রাফিক কমে গেছে এবং অ্যাপ ইনস্টল করার প্রবণতাও কমেছে। অনেকেই জিপিটি-৪ ধীরগতির বলে অভিযোগও তুলেছেন।
সূত্র: গ্যাজেটস নাউ