একই প্রশ্নে জিপিটি-৪ ও চীনের এরনি চ্যাটবট কী উত্তর দিল

চ্যাটজিপিটির অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে হয়ে উঠছে বাইদুর এরনিরয়টার্স

চলতি বছরের অক্টোবরে চীনা সার্চ ইঞ্জিন বাইদু নিয়ে এসেছে চ্যাটজিপিটি-৪ সদৃশ চ্যাটবট এরনি বট–৪। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই চ্যাটবট চালুর এক মাস পরই গ্রাহক হওয়ার সুযোগ দেয় এরনি। বলা হচ্ছে, এরনি–৪ চ্যাটবট এখন ওপেনএআইয়ের জিপিটি–৪–এর অন্যতম প্রতিদ্বন্দ্বী। এরনি মূলত চীনা ভাষাভিত্তিক। তবে ইংরেজি দিয়েও এতে কাজ করা যায়। আবার জিপিটি–৪ ইংরেজিভিত্তিক। জার্মানসহ অন্য বেশ কিছু ভাষা এতে ব্যবহার করা যায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই দুই চ্যাটবটকে একই প্রশ্ন করেছে এবং চ্যাটবটের দেওয়া উত্তর বিশ্লেষণ করেছে। জেনে নেওয়া যাক একই প্রশ্নে কেমন উত্তর দিয়েছে জিপিটি–৪ ও এরনি।

সাম্প্রতিক বিষয়ে কেমন ধারণা জিপিটি–৪ ও এরনির

সাম্প্রতিক আলোচিত কিছু ঘটনা নিয়ে প্রশ্ন করা হয় জিপিটি–৪ ও এরনিকে। উত্তর বিশ্লেষণ করে দেখা যায়, টেইলর সুইফটের শত কোটিপতি (বিলিয়নিয়ার) হওয়া ‘ফ্রেন্ডস’ সিরিজের ম্যাথিউ পেরির মৃত্যু কিংবা চীনের প্রতিরক্ষামন্ত্রীর অপসারণের ঘটনা সম্পর্কে জানে এরনি। তবে এসব সাম্প্রতিক বিষয়ে পিছিয়ে রয়েছে জিপিটি–৪। এই চ্যাটবট বরং জানিয়েছে, কোনো মার্কিন সংগীতশিল্পীর বিলিয়নিয়ার হওয়া নিয়ে তেমন কোনো সংবাদ নেই। ম্যাথিউ পেরির মৃত্যু নিয়ে জানে না এই চ্যাটবট। আর চীনের প্রতিরক্ষামন্ত্রীর জায়গায় এক সাবেক কর্মকর্তার নাম জানিয়েছে জিপিটি–৪। প্রতিটি প্রশ্নের উত্তরে জিপিটি–৪ বলেছে, চ্যাটবটটি এপ্রিল ২০২৩ পর্যন্ত তথ্যের ওপর নির্ভর করে। এই সময়ে জিপিটি–৪ সর্বশেষ হালনাগাদ করা হয়।

খাবার পরিকল্পনা

স্বাস্থ্যকর খাবারের পরিকল্পনা দিতে বলা হয় জিপিটি–৪ ও এরনিকে। উচ্চ প্রোটিনসমৃদ্ধ, কম কার্বোহাইড্রেটের দুপুরের খাবারের পাঁচটি আইডিয়া দিতে বলা হয়। দুটি চ্যাটবট একই উত্তর দিয়েছে। দুটি চ্যাটবটের খাবার পরিকল্পনায় ছিল গ্রিলড চিকেন সালাদ, টুনা–টার্কিসহ লেটুসের র‌্যাপ ও প্রচুর সবুজ শাক।

ভাবনার মূল্যায়ন

দুটি চ্যাটবটকে বেশ কিছু কাজ দিয়ে তাদের ভাবনার মূল্যায়ন করা হয়। একটি কাজ ছিল এ রকম—একজন পরিশ্রমী গ্রাফিকস ডিজাইনার তাঁর বসকে বেতন বাড়ানোর কথা কীভাবে জানাবেন। দুটি চ্যাটবটই ই–মেইল করার কথা জানিয়েছে। ই–মেইলে গ্রাফিকস ডিজাইনারকে তাঁর কাজের গুরুত্ব ও অবদানের কথা তুলে ধরতে বলা হয়েছে। এমনকি এ বিষয়ে একটি সভা করার জন্য বসকে অনুরোধ করার পরামর্শও দিয়েছে চ্যাটবট দুটি। তবে এরনি চ্যাটবট এ বিষয়ে প্রতিষ্ঠান–সম্পর্কিত বাজেট স্বল্পতার মতো বিষয় খেয়াল রাখার কথা বলেছে। অন্যদিকে জিপিটি–৪ ই–মেইলে অবদানের কথা লেখার সময় সে–সংক্রান্ত উপাত্ত ও নথি অন্তর্ভুক্ত করার কথা বলেছে।

কবিতা লেখা

জিপিটি–৪ ও এরনি দুটি চ্যাটবটকে রোমান্টিক হাইকু ঘরানার কবিতা লিখতে বলা হয়। হাইকু হলো একধরনের জাপানিজ কবিতা। যেখানে তিনটি বাক্যে ৫/৭/৫ অক্ষর বা সিলেবলের বিন্যাসে সাজানো থাকে। জিপিটি–৪ হাইকু লিখে দিলেও এরনি কবিতা লিখতে পারেনি; বরং এই চ্যাটবট ক্ল্যাসিক্যাল চায়নিজ ঘরানা অনুসরণ করে ৯ লাইনের কবিতা লিখেছে। যেখানে প্রতিটি লাইনে সাত সিলেবলের বিন্যাস ছিল।

চীনা রাজনীতির প্রশ্নে নীরব এরনি

চীনা রাজনীতি–সংশ্লিষ্ট প্রশ্ন করা হয় দুটি চ্যাটবটকে। বেইজিংয়ে ১৯৮৯ সালের ৪ জুন কী ঘটেছে তা জানতে চাওয়া হয়। তবে উত্তরে নীরব ছিল এরনি; বরং এ বিষয় পরিবর্তন করে নতুন বিষয়ে প্রশ্ন করার কথা জানায় এরনি।
সূত্র: সিএনএন