চ্যাটজিপিটির ভুল ধরলে ২০০ থেকে ২০ হাজার ডলার পুরস্কার

লেখা দেখে ভিডিও তৈরি করে দেবে চ্যাটজিপিটিরয়টার্স

গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেন এআই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–চালিত চ্যাটবট চ্যাটজিপিটি উন্মুক্ত করে। প্রযুক্তি–দুনিয়ায় হইচই ফেলে দেওয়া চ্যাটজিপিটি সম্পর্কে মানুষের আগ্রহও বাড়তে থাকে। তবে সম্প্রতি অনেকেই অভিযোগ করছেন, চ্যাটজিপিটির দেওয়া সব উত্তর সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে চ্যাটজিপিটি ভুল উত্তর দিতে পারে বলে স্বীকারও করেছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। সমস্যা সমাধানে কাজ করার পাশাপাশি চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে ত্রুটিমুক্ত করতে ‘বাগ বাউন্টি’ প্রোগ্রাম চালু করেছে প্রতিষ্ঠানটি। এ কার্যক্রমের আওতায় চ্যাটজিপিটিতে থাকা নিরাপত্তাত্রুটির সন্ধান দিলেই যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

আরও পড়ুন

ওপেন এআই–এর তথ্যমতে, চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে থাকা ত্রুটির ধরন বুঝে সর্বনিম্ন ২০০ ডলার থেকে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এ কার্যক্রমের আওতায় এক বা একাধিক ক্রটির সন্ধান দিয়ে একাধিকবার পুরস্কার পাওয়া যাবে।

আরও পড়ুন

সম্প্রতি প্রথম ইউরোপীয় দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ইতালি। দেশটির সরকারি তথ্য সুরক্ষা সংস্থা জানিয়েছে, ডিজিটাল দুনিয়ায় তথ্যের গোপনীয়তা রক্ষার উদ্দেশ্যে চ্যাটজিপিটি নিষিদ্ধ করা হয়েছে। ইতালির এই সিদ্ধান্তের পর ইউরোপের অন্যান্য দেশও চ্যাটজিপিটিকে নিষিদ্ধ বা কঠোর বিধিনিষেধ দেওয়া যায় কি না, এ বিষয়ে আলোচনা করছে। আর তাই চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য প্রকাশ হচ্ছে কি না, তা জানার পাশাপাশি নিরাপত্তাত্রুটির সন্ধান পেতেই এ উদ্যোগ নিয়েছে চ্যাটজিপিটি।
সূত্র: রয়টার্স