ভাবনাকে সংগীতে রূপান্তর করবে গুগলের এআই

ভাবনা লিখে দিলে সংগীত বানিয়ে ফেলবে এই এআই
গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লিখিত ভাবনাকে সংগীতে রূপান্তরের সফটওয়্যার নিয়ে এসেছে গুগল। মিউজিক এলএম নামের এই সফটওয়্যার পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গুগল ল্যাবসের পণ্য ব্যবস্থাপক ক্রিস্টিন ইম এবং গুগল রিসার্চের পণ্য ব্যবস্থাপক হেমা মানিকভাসাগাম এক ব্লগ বার্তায় মিউজিক এলএমের পরীক্ষামূলক কার্যক্রমের ঘোষণা দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, এখন এ সুবিধা পরখ করার জন্য সাইন–আপ করা যাচ্ছে।

ক্রিস্টিন ইম ও হেমা মানিকভাসাগাম বলেছেন, পরীক্ষামূলক টুলটি লিখিত প্রম্পটকে সংগীতে রূপান্তর করতে পারে। উদাহরণ দিয়ে তাঁরা বলেছেন, নৈশভোজের জন্য জ্যাজ সংগীত নিয়ে লিখিত প্রম্পট দিলে এ রকম সংগীত তৈরি করতে পারবে সফটওয়্যারটি। ধারণা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুলটি অনেকটা মাইক্রোসফটের বিং বা গুগলের বার্ডের মতো একটি চ্যাটবট হতে পারে। এই চ্যাটবটে লিখিত কোনো প্রম্পট দিলে তাৎক্ষণিক তার ভিত্তিতে ফলাফল তৈরি করে প্রদর্শন করে।

ব্লগ অনুসারে, লিখিত প্রম্পট পাওয়ার পর দুই ধরনের সংগীত তৈরি করবে মিউজিক এলএম। দুটি সংস্করণ শোনার পর অপেক্ষাকৃত ভালোটি পছন্দ করার সুযোগ পাবেন ব্যবহারকারী। এর ফলে টুলটির উপযুক্ত সংগীত তৈরির দক্ষতাও বাড়বে।

এ টুল চালুর ফলে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে আশঙ্কা করে বলছেন, এটি শিল্পীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। কিন্তু গুগল টুলটিকে একটি দায়িত্বশীল উদ্ভাবন আখ্যা দিয়ে বলছে, টুলটির জন্য তারা সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করবে। এমনকি বিভিন্ন কর্মশালা আয়োজিত হবে, যেখানে প্রযুক্তি কীভাবে সৃজনশীল প্রক্রিয়াকে উন্নত করতে পারে তা জানা যাবে।

জানুয়ারি মাসে এ টুলের ঘোষণা দেওয়া হয়। এআই টেস্ট কিচেনের ওয়েবসাইটে গিয়ে সাইন–আপ করে টুলটি পরখ করা যাবে। তবে সাইন–আপ করার পর ওয়েটিং লিস্টে থাকতে হবে।
সূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি