বার্তা সংরক্ষণের জন্য হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিল্টারিং সুবিধা

হোয়াটসঅ্যাপছবি: রয়টার্স

সম্প্রতি হোয়াটসঅ্যাপে চ্যাট ফিল্টার সুবিধা যুক্ত হয়েছে। ফলে খুব সহজেই হোয়াটসঅ্যাপে আসা বিভিন্ন বার্তা খুঁজে পাওয়া যায়। এমনকি এ ফিল্টার ব্যবহার করে ধরন অনুযায়ী বার্তাও সাজানো থাকে। এবার সংরক্ষণ বা স্টোরেজ ব্যবস্থাপনার জন্য নতুন একটি ফিল্টারিং সুবিধা চালু করতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ডব্লিউ আ বেটা ইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউ আ বেটা ইনফো বলছে, অ্যান্ড্রয়েডের বেটা বা পরীক্ষামূলক সংস্করণের ব্যবহারকারীরা স্টোরেজ ব্যবস্থাপনার জন্য হোয়াটসঅ্যাপের নতুন এই ফিল্টারিং সুবিধা ব্যবহার করতে পারছেন। হোয়াটসঅ্যাপে নতুন একটি ফিল্টার বাটন যুক্ত হবে, যেখানে ‘অল’, ‘চ্যাটস’ ও ‘চ্যানেলস’ নামের তিনটি বাটন দেখা যাবে। এই বাটনগুলোর মধ্যে প্রয়োজনীয় বাটন নির্বাচন করে স্টোরেজ ব্যবস্থাপনা করা যাবে। ফলে কোনো ব্যবহারকারী যদি চ্যানেলে থাকা বার্তা, ভিডিও ও ছবি সংরক্ষণ করতে না চান, তবে তা স্টোরেজে সংরক্ষিত হবে না। সুবিধাটি কেমন হবে, তার ধারণা দিতে একটি স্ক্রিনশটও যুক্ত করেছে ডব্লিউ আ বেটা ইনফো। স্ক্রিনশটে দেখা যায়, ম্যানেজ স্টোরেজের নিচে স্টোরেজ ডিটেইলসে ‘অল’, ‘চ্যাটস’ ও ‘চ্যানেলস’ নামের তিনটি ফিল্টারিং বাটন দেখা যাচ্ছে, যেখান থেকে স্টোরেজ ব্যবস্থাপনা করতে পারবেন ব্যবহারকারীরা।

প্রতিবেদনে বলা হচ্ছে, অ্যান্ড্রয়েড ২.২৪.১০.৮ হালনাগাদে হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণে এ সুবিধা পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাচ্ছে। পরবর্তীকালে অন্য ব্যবহারকারীদের জন্য স্টোরেজ ব্যবস্থাপনা করতে ফিল্টারিং সুবিধা চালু হবে। তবে কবে নাগাদ সবার জন্য সুবিধাটি উন্মুক্ত হবে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ডটকম