অ্যাপের ত্রুটি ধরিয়ে দিলে ৩১ লাখ টাকারও বেশি পুরস্কার দেবে গুগল

গুগলফাইল ছবি

অ্যান্ড্রয়েড অ্যাপের নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। আর তাই নিজেদের তৈরি বিভিন্ন অ্যাপে থাকা ত্রুটির সন্ধান পেতে নতুন ‘বাগ বাউন্টি’ কর্মসূচির ঘোষণা দিয়েছে গুগল। এ কর্মসূচির আওতায় গুগলের তৈরি বিভিন্ন অ্যাপে থাকা নিরাপত্তাত্রুটি ধরে দিলেই ৫০০ থেকে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩১ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১০৫ টাকা ধরে) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের তথ্যমতে, জিমেইল, গুগল প্লে, গুগল ক্রোম, ক্রোম রিমোট ডেস্কটপ অ্যাপে থাকা বড় ধরনের নিরাপত্তাত্রুটির সন্ধান দিলে সর্বোচ্চ ৩০ হাজার এবং গুগল ড্রাইভ বা গুগল ফটোজের ত্রুটির ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া গুগলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অ্যাপের সাধারণ ত্রুটি শনাক্ত করলে সর্বনিম্ন ৫০০ ডলার পুরস্কার পাওয়া যাবে।

আরও পড়ুন

বাগ বাউন্টি কার্যক্রম চালুর বিষয়ে খুদে ব্লগ লেখার সাইট টুইটারে এক টুইটে (টুইটারে দেওয়া বার্তা) গুগল জানিয়েছে, ‘আমরা নতুন মোবাইল ভিআরপি নামের বাগ বাউন্টি কর্মসূচি চালু করতে পেরে আনন্দিত। আমাদের অ্যাপগুলোর দুর্বলতাগুলো খুঁজে পাওয়ার পাশাপাশি সেগুলোর সমাধান করতেই এ কর্মসূচি চালু করা হয়েছে।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন