সাইবার আক্রমণ থেকে রক্ষা পেতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান নিয়মিত সাইবার নিরাপত্তা খাতে বেশি অর্থ খরচ করছে। এ বছর প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি বাজেটের ১১ শতাংশই ব্যয় হচ্ছে সাইবার নিরাপত্তায়, যা আগের বছরের চেয়ে ৮ দশমিক ৬ শতাংশ বেশি। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘সফোস’-এর জরিপে এ তথ্য জানানো হয়েছে।
দ্য টেক রিসার্চ এশিয়া (টিআরএ) গবেষণাপ্রতিষ্ঠানের সহযোগিতায় ‘দ্য ফিউচার অব সাইবার সিকিউরিটি ইন এশিয়া প্যাসিফিক অ্যান্ড জাপান’ শিরোনামে এ জরিপ চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি।
সফোসের সম্প্রতি প্রকাশিত জরিপের তথ্যমতে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও জাপানের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সাইবার হামলার হুমকি শনাক্ত করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আর তাই এ খাতেই সবচেয়ে বেশি খরচ করে প্রতিষ্ঠানগুলো। গত বছর বেশির ভাগ প্রতিষ্ঠানই (প্রায় ৯০ শতাংশ) নিজেদের নিরাপদ রাখতে সাইবার হুমকি শনাক্তে বেশি কাজ করেছে। প্রতিষ্ঠানগুলোর ৮৫ শতাংশ জানিয়েছে, এ পদ্ধতি তাদের সাইবার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ইতিপূর্বে র্যানসামওয়্যার আক্রমণের বিষয়েও প্রতিবেদন প্রকাশ করেছিল সফোস। সেখানে বলা হয়েছিল, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও জাপানের ৭২ শতাংশ প্রতিষ্ঠান ২০২১ সালে র্যানসামওয়্যার হামলার শিকার হয়েছে, যা আগের বছরের চেয়ে ৩৯ শতাংশ বেশি।