এএমডি প্রসেসরে ত্রুটি, সাইবার হামলার শঙ্কায় কম্পিউটার ব্যবহারকারীরা
এএমডির প্রসেসরে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। ‘সিঙ্কক্লোজ’ নামের এ ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই এএমডির প্রসেসরে চলা ল্যাপটপ ও কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার পাশাপাশি ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করাতে পারে। ফলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার ব্যবহারকারীরা।
সিঙ্কক্লোজ ত্রুটির সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সংস্থাটির তথ্যমতে, সিঙ্কক্লোজ মূলত প্রসেসরের ত্রুটি। আর তাই এই ত্রুটি কাজে লাগিয়ে প্রসেসরের কার্ণেল-লেভেল মোডে ‘রিং ০’ থেকে ‘রিং২’ পর্যন্ত বাড়তি সুবিধা পাওয়া যায়। আর তাই দূর থেকে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করিয়ে যেকোনো ল্যাপটপ ও কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায়। ফলে প্রসেসরগুলোতে চলা কম্পিউটার ব্যবহারকারীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
সিঙ্কক্লোজ ত্রুটি থাকা প্রসেসরগুলো হলো এএমডি ইপিওয়াইসি ১,২,৩ এবং চতুর্থ প্রজন্মের প্রসেসর, এএমডি ইন্সটিঙ্কট এমআই ৩০০এ, এএমডি ইপিওয়াইসি এমবেডেড (৩০০০, ৭০০০২, ৭০০৩, ৯০০৩), এএমডি রাইজেন এমবেডেড (আর ১০০০, আর ২০০০, আর ৫০০০, আর ৭০০০, ভি ১০০০,ভি ২০০০ ও ভি ৩০০০), এএমডি রাইজেন (৩০০০, ৫০০০ ও ৭০০০) এবং এএমডি রাইজেন রেডিয়ন গ্রাফিক্স সিরিজ (৪০০০, ৫০০০ ও ৮০০০)।
সূত্র: নিউজ১৮ ডটকম