চ্যাটজিপিটি ব্যবহারে হঠাৎ সমস্যা, কারণ কী

চ্যাটজিপিটিরয়টার্স

আজ বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বিশ্বজুড়ে ত্রুটির কবলে পড়েছিল প্রযুক্তিবিশ্বে হইচই ফেলে দেওয়া কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। এ সময় স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটার থেকে চ্যাটজিপিটি ব্যবহারে আকস্মিক সমস্যায় পড়েন অনেকেই। ব্যবহারকারীদের অভিযোগ পাওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই ত্রুটি সমাধান করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। কারিগরি ত্রুটি না সাইবার হামলা, ঠিক কী কারণে চ্যাটজিপিটিতে সমস্যা হয়েছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (সাবেক টুইটার) বেশ কয়েকজন ভুক্তভোগী অভিযোগও করেছেন। তাঁদের দাবি, চ্যাটজিপিটি ব্যবহার করতে গেলেই ‘ইন্টারনাল সার্ভার এরর’ বার্তা দেখা যাচ্ছে। শুধু তা–ই নয়, কিছু ক্ষেত্রে চ্যাটজিপিটি চালুই হচ্ছে না। চ্যাটজিপিটি ব্যবহারে সমস্যা হওয়ার বিষয়টি স্বীকার করে ওপেনএআই জানিয়েছে, ত্রুটির কারণ জানতে তদন্ত চলছে।

আরও পড়ুন

যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানাতে পারে ‘চ্যাটজিপিটি’। ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে দেয়। আর তাই অনেকেই নিয়মিত চ্যাটবটটি ব্যবহার করেন। কিন্তু গত বছরের নভেম্বরেও একবার সমস্যায় পড়েছিল চ্যাটজিপিটি। সে সময় ওপেনএআই জানিয়েছিল, ‘ডি ডস’ (ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস) সাইবার হামলার কারণেই কিছু সময়ের জন্য চ্যাটজিপিটি ব্যবহার করা সম্ভব হয়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে