ফেসবুক মার্কেটপ্লেসে প্রতারণা বাড়ছে

পণ্য বেচাকেনায় ফেসবুক মার্কেটপ্লেস জনপ্রিয় হচ্ছে, ঝুঁকিও বাড়ছেরয়টার্স

অনলাইনে পণ্য বেচাকেনার জন্য এখন অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ফেসবুক মার্কেটপ্লেস। এর ফলে খুব সহজে ক্রেতা ও বিক্রেতা যুক্ত হয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন। এরপর ফেসবুকেই পণ্য বেচাকেনা সম্পর্কে তথ্য বিনিময় করতে পারেন। সহজেই যুক্ত হওয়ার সুযোগ থাকায় ফেসবুকের এই সুবিধা দিন দিন জনপ্রিয়ও হয়ে উঠেছে। তবে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে মাধ্যমটিতে বাড়ছে প্রতারণার ঘটনাও। এমনি শঙ্কার কথা জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান কিপার সিকিউরিটি।

কিপার সিকিউরিটির অ্যারেনজা ট্রেভিনো বলছেন, কম দামে পোশাক, আসবাবসহ বিভিন্ন পণ্য খোঁজার দারুণ একটি উপায় হলো ফেসবুক মার্কেটপ্লেস। তবে এখানে প্রতারিত হওয়ার ঝুঁকিও বাড়ছে। তাই ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষের মধ্যেই সচেতনতা বাড়ানো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ক্রেতারা সাধারণত তিনভাবে প্রতারণার শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন এই নিরাপত্তা বিশ্লেষক। তাঁর মতে, প্রথমত, পণ্যের দাম কম দেখিয়ে প্রতারণা করা। সাধারণত খুবই প্রয়োজনীয় ও আকর্ষণীয় কোনো পণ্যের দাম খুবই কম দেখানো হয়। প্রচলিত বাজারের তুলনায় দাম কম হওয়ায় ক্রেতা যোগাযোগও করেন। তখন বিক্রেতা সেই পণ্যের জোগান নেই বলে জানান। এরপর বেশি দামে একই ধরনের অন্য পণ্য কেনার জন্য প্রলুব্ধ করেন। বেশি দামের সেই পণ্যের গুণগত মান ভালো থাকে না। এভাবে কৌশলে ক্রেতাদের প্রতারিত করা হচ্ছে।

দ্বিতীয়ত, খুবই আকর্ষণীয় কিন্তু দামি পণ্য কেনার ক্ষেত্রে প্রতারণা করা হয়। বিক্রেতা বেশি দামের পণ্য বিক্রির জন্য অগ্রিম অর্ধেক মূল্য পরিশোধের শর্ত দেয়। তবে সাইবার নিরাপত্তা বিশ্লেষক ট্রেভিনো বলছেন, কখনোই অগ্রিম মূল্য পরিশোধ করা ঠিক নয়। কারণ, ফেসবুক মার্কেটপ্লেসে অনেক প্রতারক বিক্রেতার ছদ্মবেশে থাকে। তাই অগ্রিম মূল্য পরিশোধ করা থেকে বিরত থাকতে হবে।

তৃতীয়ত, অনেক প্রতারক বিক্রেতা সেজে প্রচলিত লেনদেন পদ্ধতির বদলে গিফট কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধের কথা বলে। গিফট কার্ডের নম্বর দেওয়ার পর পণ্য পাঠানোর শর্ত দেওয়া হয়। এভাবে ক্রেতার প্রতারিত হওয়ার শঙ্কা থাকে। অধিকাংশ ক্ষেত্রেই অগ্রিম অর্থ দিলে সেসব পণ্য ক্রেতার ঠিকানায় পাঠানো হয় না।

এ ধরনের প্রতারণা কৌশল থেকে সতর্ক থাকার পাশাপাশি ফেসবুক ছাড়া অন্য কোনো মাধ্যমে বিক্রেতার সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দিয়েছেন অ্যারেনজা ট্রেভিনো।
সূত্র: দ্য সান ডট কো ডট ইউকে