মেটার ভার্চ্যুয়াল সামাজিক মাধ্যমে চ্যাটও করা যাবে

হরাইজন ওয়ার্ল্ডসমেটা

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার তৈরি হরাইজন ওয়ার্ল্ডস নামের ভার্চ্যুয়াল সামাজিক প্ল্যাটফর্মে পরিচিত-অপরিচিতদের সঙ্গে চ্যাটও করা যাবে। নতুন এ সুবিধা দিতে হরাইজন ওয়ার্ল্ডসে যুক্ত করা হয়েছে ‘ওয়ার্ল্ড চ্যাট’। এ সুবিধা কাজে লাগিয়ে বাস্তবজীবনের সামাজিক যোগাযোগ সাইটের মতো একে অপরকে বার্তা পাঠানো যাবে।

এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, প্রাথমিকভাবে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীদের জন্য ‘ওয়ার্ল্ড চ্যাট’ সুবিধা উন্মুক্ত করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ সুবিধা সব ব্যবহারকারী পরখ করতে পারবেন।

মেটার তথ্য মতে, হরাইজন ওয়ার্ল্ডস প্রবেশ করা যেকোনো ব্যক্তির প্রোফাইলে ক্লিক করে বার্তা-আদান–প্রদানের জন্য আহ্বান জানানো যাবে। আমন্ত্রিত ব্যক্তি রাজি হলে যেকোনো সময় একে অপরকে টেক্সট বার্তা পাঠানো যাবে।

আরও পড়ুন

ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির হরাইজন ওয়ার্ল্ডস এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর তাই প্ল্যাটফর্মটির ব্যবহারকারীদের জন্য নতুন নতুন সুবিধা চালু করতে কাজ করছে মেটা। এরই ধারাবাহিকতায় এবার প্ল্যাটফর্মটিতে চ্যাট অপশন চালু করল প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে হরাইজন ওয়ার্ল্ডস চালু করা হয়। প্ল্যাটফর্মটি বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ফ্রান্স ও স্পেনে ব্যবহার করা যায়। সম্প্রতি হরাইজন ওয়ার্ল্ডসের জন্য ভয়েস চ্যাট ও অবতারের অবস্থান নিয়ন্ত্রণে বেশ কিছু নিরাপত্তা সুবিধা চালু করেছে মেটা।
সূত্র: গ্যাজেটস নাউ