ইনস্টাগ্রামে যা খুঁজবেন, সে বিষয়ের বিজ্ঞাপন দেখা যাবে
আয়ের পরিমাণ বাড়াতে এবার সার্চ ফলাফলেও বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ইনস্টাগ্রাম। এ জন্য কাজও শুরু করেছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি। নতুন এ সুবিধা চালু হলে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান বর্তমানের তুলনায় আরও সহজে নিজেদের পণ্যের প্রচারণা চালাতে পারবে।
ইনস্টাগ্রামের তথ্যমতে, ব্যবহারকারীদের খোঁজ করা তথ্য পর্যালোচনা করে সার্চ ফলাফলে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখানো হবে। অর্থাৎ কোনো ব্যক্তি প্রসাধনী বা স্বাস্থ্যসেবার তথ্য খোঁজ করলে সার্চ ফলাফলে সহায়ক বিভিন্ন ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখানো হবে। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। শুধু তা–ই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানও ক্রেতাদের কাছে সহজে পণ্যের প্রচারণা চালাতে পারবে।
পরীক্ষামূলক পর্যায়ে থাকা নতুন এ সুবিধায় বিজ্ঞাপনী পোস্ট চেনার জন্য ‘স্পনসরড’ লেবেলও যুক্ত করা হবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। ফলে ব্যবহারকারী সহজেই বিজ্ঞাপন এবং সার্চ ফলাফলের তথ্য আলাদা করতে পারবেন।
সার্চ ফলাফলে বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি ‘রিমাইন্ডার অ্যাডস’ সুবিধাও চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। এ সুবিধা কাজে লাগিয়ে বিজ্ঞাপনদাতারা নিজেদের পণ্য উন্মোচন বা বিভিন্ন অনুষ্ঠানের দিনক্ষণ ব্যবহারকারীদের আগে থেকে জানাতে পারবে। শুধু তা–ই নয়, অনুষ্ঠান বা পণ্য উন্মোচনের আগে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে বার্তা পাঠিয়ে স্মরণ করিয়ে দিতে পারবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া