ঘরে বসে হোয়াইট হাউস ঘুরে দেখার সুযোগ

ভার্চ্যুয়াল ভ্রমণের শুরুতে জো বাইডেন ও জিল বাইডেনের স্বাগত বক্তব্য
ছবি: হোয়াইট হাউস ভ্রমণের ওয়েবসাইট থেকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি হয়তো অনেকেই ভ্রমণ করেননি। আবার ওয়াশিংটন ডিসির রাস্তায় হাঁটলেও অনেকের হোয়াইট হাউসে যাওয়ার সুযোগ হয়নি। যাঁরা সরাসরি হোয়াইট হাউসে যেতে পারেননি, তাঁরাই এবার ভার্চ্যুয়ালি ঘুরে বেড়াতে পারবেন মার্কিন সরকারপ্রধানের দাপ্তরিক বাসভবনের প্রতিটি কোণায়। ঢুঁ মারতে পারবেন হোয়াইট হাউসের লাইব্রেরি, স্টেট ডাইনিং রুম, ইস্ট রুমসহ সব জায়গায়। বিশ্বের যেকোনো প্রান্তের যে কেউ এই ভার্চ্যুয়াল ভ্রমণের সুযোগ পাবেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিভিকস ডেতে এই সুযোগ চালু করা হয়েছে। এ উদ্যোগে যৌথভাবে যুক্ত রয়েছে দ্য হোয়াইট হাউস, গুগল ম্যাপস এবং গুগল আর্টস অ্যান্ড কালচার। কম্পিউটার বা স্মার্টফোন থেকে যে কেউ এই ওয়েবসাইটে ঢুকে দেখতে পাবেন হোয়াইট হাউসের অন্দর। এই ভার্চ্যুয়াল ভ্রমণে ইংরেজি ভাষার ধারা বর্ণনার পাশাপাশি ক্যাপশনও থাকছে প্রতিটি স্থানের। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কথা মাথায় রেখে এ ব্যবস্থা রাখা হয়েছে। ইংরেজির পাশাপাশি স্প্যানিশ ভাষার অনুবাদও থাকবে। অডিওতে প্রতিটি কক্ষের ঐতিহাসিক তথ্য তুলে ধরা হয়েছে।

জ্যাকুলিন কেনেডি গার্ডেন
ছবি: হোয়াইট হাউস ভ্রমণের ওয়েবসাইট থেকে
আরও পড়ুন

এই ভার্চ্যুয়াল ভ্রমণ শুরু হবে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের স্বাগত বক্তব্য দিয়ে। ভিডিওতে তাঁদের এই বক্তব্য দেখানো হবে। যাঁরা সশরীর হোয়াইট হাউস ভ্রমণে যান, তাঁরাও হোয়াইট হাউস ভিজিটরস সেন্টারে একই স্বাগত বক্তব্য শুনতে পান। গুগল স্ট্রিট ভিউ প্রযুক্তি ব্যবহার করে এই ভার্চ্যুয়াল ভ্রমণ দেখানো শুরু হবে ইস্ট উইংয়ের প্রবেশমুখ দিয়ে। এরপর দেখা যাবে লাইব্রেরি, দ্য চায়না রুম, দ্য গ্রিন, ব্লু অ্যান্ড রেড রুমস, দ্য ইস্ট রুম এবং দ্য স্টেট ডাইনিং রুম। এই ভ্রমণটি গুগল আর্টস অ্যান্ড কালচারের স্টোরিটেলিং টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে।

হোয়াইট হাউসের ফ্যামিলি থিয়েটার
ছবি: হোয়াইট হাউস ভ্রমণের ওয়েবসাইট থেকে

গুগলের লার্নিং অ্যান্ড সাসটেইনিবিলিটি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেন গোমস জানান, বিশ্ব সংস্কৃতিকে সবার কাছে তুলে ধরার লক্ষ্যে কাজ করে গুগলের শিল্প ও সংস্কৃতি বিভাগ। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেনের উদ্যোগে হোয়াইট হাউসে এই ভার্চ্যুয়াল ভ্রমণের উদ্যোগ চালু করা হয়েছে। যাতে অনেকেই হোয়াইট হাউস দেখার সুযোগ পান। তাঁর মুখপাত্র এলিজাবেথ অ্যালেকজান্ডার এমনটিই জানিয়েছেন। হোয়াইট হাউসের ওয়েবসাইট, গুগল ম্যাপস এবং দ্য গুগল আর্টস অ্যান্ড কালচারের পেজে এই ভার্চ্যুয়াল ভ্রমণটি খুঁজে পাওয়া যাবে।

সূত্র: এপিনিউজ ডটকম

আরও পড়ুন