জিমেইলে ত্রুটি, প্রেরকের পরিচয় নিশ্চিত হয়ে ই-মেইল খোলার পরামর্শ

জিমেইলগুগল

জিমেইলে ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে গত মাসে ‘ভেরিফায়েড চেকমার্ক’ সুবিধা চালু করেছে গুগল। নতুন এ শনাক্তকরণ সুবিধা কাজে লাগিয়ে বৈধ জিমেইল ব্যবহারকারীদের পাঠানো ই-মেইলের পাশে নীল টিক যুক্ত করে দেয় গুগল। ফলে প্রাপক সহজেই জানতে পারেন, যে ঠিকানা থেকে ই-মেইল পাঠানো হয়েছে, তা সঠিক। কিন্তু সম্প্রতি জিমেইলে একটি নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে, যা কাজে লাগিয়ে চাইলেই ভুয়া জিমেইল ঠিকানায় নীল টিক যুক্ত করা সম্ভব।

জিমেইলের এই নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছেন ক্রিস প্লামার নামের এক নিরাপত্তাবিশেষজ্ঞ। তিনি জানান, জিমেইলের এ ত্রুটি কাজে লাগিয়ে যেকোনো ই-মেইল ঠিকানায় নীল টিক যুক্ত করে অন্যদের ই-মেইল পাঠানো সম্ভব। ফলে ই-মেইল প্রেরকের পরিচয় ও ঠিকানা সঠিক ভেবে বিভিন্নভাবে প্রতারিত হতে পারেন প্রাপকেরা।

আরও পড়ুন

জিমেইলে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করার পর দ্রুত গুগলকে জানান ক্রিস প্লামার। কিন্তু শুরুতে বিষয়টিকে গুরুত্ব দেয়নি গুগল। পরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ায় জিমেইলে থাকা ত্রুটি সমাধানে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত প্রেরকের পরিচয় নিশ্চিত না হয়ে ই-মেইল খোলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তাবিশেষজ্ঞরা।

উল্লেখ্য, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে নীল টিকচিহ্ন যুক্ত করা যায়। গুগলের শনাক্ত করা অ্যাকাউন্ট থেকে কোনো বার্তা পাঠালে প্রাপকের ইনবক্সে তা নীল টিকসহ দেখা যায়। শুধু তা–ই নয়, বার্তার ওপর মাউস রাখলে ‘ই-মেইল প্রেরককে যাচাই করা হয়েছে’ বার্তাও দেখায়। ফলে সাইবার হামলা বা প্রতারণার সম্ভাবনা না থাকায় নিশ্চিন্তে ই-মেইল খুলে দেখেন প্রাপকেরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস