ভিডিওর দর্শকসংখ্যা দেখাবে না টুইটার

টুইটাররয়টার্স

খুদে ব্লগ লেখার সাইট টুইটারে টুইট (টুইটারে দেওয়া বার্তা) করার পাশাপাশি ভিডিও পোস্ট করেন অনেকে। এসব ভিডিও দেখে নিজেদের অনুভূতি বা মতামত জানিয়ে থাকেন অন্য ব্যবহারকারীরা। পোস্ট করা ভিডিও কতজন দেখেছেন, তা জানার সুযোগ দিতে কয়েক মাস আগে ভিউ কাউন্ট সুবিধা চালু করে টুইটার। এর মাধ্যমে নিজেদের পোস্ট করা ভিডিওর জনপ্রিয়তা সম্পর্কে সহজে ধারণা পাওয়া যেত। কিন্তু হঠাৎ করেই ভিডিওর দর্শকসংখ্যা না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে টুইটার।

ভিডিওর দর্শকসংখ্যা না দেখানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি টুইটার। তবে এরই মধ্যে টুইটারের ওয়েব সংস্করণ ও আইওএস অ্যাপে ভিডিওর দর্শকসংখ্যা দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন অনেক ব্যবহারকারী। তবে টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপে এখনো এ সুবিধা চালু রয়েছে। ধারণা করা হচ্ছে, টুইটারে ভিডিওর দর্শকসংখ্যা কম হওয়ার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি ভিডিও স্বাভাবিক গতির চেয়ে ধীরে বা দ্রুত দেখার সুযোগ চালু হয়েছে টুইটারে। এ সুবিধা কাজে লাগিয়ে ব্যস্ততা থাকলেও পরিচিত মানুষদের ভিডিও দ্রুত দেখার সুযোগ পাওয়া যায়। চাইলে ভিডিওর নির্দিষ্ট অংশ ধীরে দেখা সম্ভব। নতুন এ সুবিধা চালুর পাশাপাশি নীল টিক ব্যবহারকারীদের জন্য ১২০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও পোস্টের সুযোগও চালু করেছে টুইটার। আর তাই হঠাৎ করেই টুইটারে ভিডিওর দর্শকসংখ্যা না দেখানোর সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকে।

ভিউ কাউন্ট সুবিধা চালুর সময় টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক জানিয়েছিলেন, ৯০ শতাংশের বেশি টুইটার ব্যবহারকারী নিজে টুইট করেন না। অন্যের টুইট পড়লেও লাইক বা রিপ্লাই দেন না। এ সুবিধা চালুর ফলে টুইটার আরও আকর্ষণীয় হয়ে উঠবে। কিন্তু ভিউ কাউন্ট সুবিধা চালুর পর ব্যবহারকারীদের কাছ থেকে বিরূপ মন্তব্য শুনতে হয়েছিল টুইটারকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া