দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সাত হাজারের বেশি ফিশিং হামলা ঠেকিয়েছে ক্যাসপারস্কি

ফিশিং হামলা চালিয়ে অর্থ ও গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে সাইবার অপরাধীরারয়টার্স

সাইবার হামলা চালানোর জন্য ক্ষতিকর লিংকযুক্ত বিভিন্ন বার্তা পাঠিয়ে থাকে সাইবার অপরাধীরা। ফিশিং লিংক হিসেবে পরিচিত লিংকগুলোতে ক্লিক করলেই যন্ত্রে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করে। এরপর গোপনে যন্ত্রে থাকা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেয়। ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে পাঠানো ৭ হাজার ২৬২টি ফিশিং লিংক শনাক্ত করে ব্লক করেছে অ্যান্টিভাইরাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

‘আর্থিক ফিশিং’ হামলা মূলত ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও অনলাইনে পণ্য বিক্রি করা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে চালানো হয়ে থাকে। আর তাই এ ধরনের ফিশিং হামলা থেকে নিরাপদ থাকতে কর্মীদের সাইবার নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় হালনাগাদ প্রযুক্তির সাইবার নিরাপত্তা টুল ব্যবহারের পরামর্শ দিয়েছেন ক্যাসপারস্কির বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

এ বিষয়ে ক্যাসপারস্কির দক্ষিণ-পূর্ব এশিয়া, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মহাব্যবস্থাপক ইয়েও সিয়াং টিয়ং বলেন, ‘সাইবার অপরাধীরা প্রায়ই ফিশিং স্ক্যামের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে প্রতারণা করে। ফলে প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যাহত হয়। আমাদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কর্মীদের করা এই ভুলগুলো হ্যাকিংয়ের মতোই ক্ষতিকারক হতে পারে। এ ধরনের সমস্যা থেকে নিরাপদ থাকতে বিভিন্ন নিরাপত্তা টুলস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’