যুক্তরাষ্ট্রে স্মার্ট হোম যন্ত্রে যুক্ত হচ্ছে ‘সাইবার ট্রাস্ট মার্ক’

স্মার্ট যন্ত্র নিরাপদ-এটা বোঝাতে এই সনদ দেবে যুক্তরাষ্ট্র।

স্মার্ট হোম যন্ত্রের নিরাপত্তা বাড়াতে ‘সাইবার ট্রাস্ট মার্ক’ সনদ চালু করেছে যুক্তরাষ্ট্র সরকার। বাইডেন প্রশাসনের এ উদ্যোগের ফলে স্মার্ট হোমের জন্য ব্যবহৃত ইন্টারনেট অব থিংস (আইওটি) বা ইন্টারনেটে সংযুক্ত হতে পারে এমন যন্ত্র সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে। এ ছাড়া এসব যন্ত্রের সুরক্ষা পর্যালোচনা করে ‘সাইবার ট্রাস্ট মার্ক’ দেওয়া হবে।

স্মার্ট হোমে ব্যবহৃত যন্ত্র যেমন স্মার্ট রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, টেলিভিশন, ফিটনেস ট্র্যাকার ইত্যাদিতে এই চিহ্ন (সাইবার ট্রাস্ট মার্ক) দেওয়া হবে। চলতি বছরের শেষে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি কনজ্যুমার গ্রেড রাউটারের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা মান নির্ধারণ করবে। রাউটারের নিরাপত্তা দুর্বল থাকলে সাইবার অপরাধীরা হ্যাক করে বাসাবাড়িতে ব্যবহৃত অন্য স্মার্ট যন্ত্রে সাইবার হামলা চালাতে পারেন।

আরও পড়ুন

‘সাইবার ট্রাস্ট মার্ক’ নামে দেশটির সরকারের এই সনদ প্রক্রিয়ায় বেশ কিছু প্রতিষ্ঠান ও সংগঠন যুক্ত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে গুগল, স্যামসাং, লজিটেক, অ্যামাজন, বেস্ট বাই ও কানেকটিভিটি স্ট্যান্ডার্ড অ্যালায়েন্স। ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) প্রধান জেসিকা রোজেনওয়ারসেল বলেন, নতুন এই সনদ প্রদান পদ্ধতি ভোক্তাদের বাসায় ব্যবহৃত যন্ত্রের সুরক্ষার ব্যাপারে নিশ্চয়তা পেতে সাহায্য করবে। তেমনি একইভাবে উৎপাদনকারীদেরও সহায়তা করবে।

এ সনদ পেতে ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির নির্ধারিত আদর্শ মান পূরণ করতে হবে। আদর্শ মান পূরণ করলে এসব যন্ত্রে ‘সাইবার ট্রাস্ট মার্ক’ হিসেবে একটি লোগো থাকবে। এ ছাড়া একটি কিউআর কোড থাকবে, যেখানে স্ক্যান করে যন্ত্রটির সর্বশেষ সুরক্ষা তথ্য পাওয়া যাবে।

আরও পড়ুন