হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ানস’ সুবিধা কম্পিউটারেও

হোয়াটসঅ্যাপরয়টার্স

হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ানস’ সুবিধা ব্যবহার করে পাঠানো ছবি বা ভিডিও প্রাপক খুলে দেখার পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। শুধু তা-ই নয়, ছবি বা ভিডিওগুলো প্রাপকের ফটো গ্যালারিতেও সংরক্ষিত হয় না। ফলে নিরাপদে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করা যায়। বর্তমানে এ সুবিধা শুধু আইওএস এবং অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ব্যবহার গেলেও শিগগিরই কম্পিউটার ব্যবহারকারীদের জন্য চালুর উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফো জানিয়েছে, আগে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপে ভিউ ওয়ানস সুবিধা ব্যবহার করা গেলেও প্রায় এক বছর আগে তা বন্ধ করে দেয় হোয়াটসঅ্যাপ। ফলে কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপে নিরাপদে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও আদান-প্রদান করতে পারেন না ব্যবহারকারীরা। এ সমস্যার সমাধান করতে আবারও নিজেদের ডেস্কটপ অ্যাপে ভিউ ওয়ানস সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন

ডব্লিউ এ বেটা ইনফোর তথ্যমতে, বর্তমানে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণের নির্বাচিত ব্যবহারকারীরা ভিউ ওয়ানস সুবিধা পরখ করতে পারছেন। কয়েক সপ্তাহের মধ্যে এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হতে পারে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের পাশাপাশি ম্যাক কম্পিউটারেও এ সুবিধা ব্যবহার করা যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন