ফিশিং অ্যাপ থেকে সুরক্ষায় বিল্ট-ইন সুবিধা যুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েডে

অ্যান্ড্রয়েডে নতুন নিরাপত্তা সুবিধা চালু করছে গুগলছবি: রয়টার্স

ব্যবহারকারীকে সুরক্ষিত রাখতে স্বয়ংক্রিয়ভাবে ফিশিং অ্যাপ শনাক্তের জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নতুন স্ক্যানিং সুবিধা যোগ করতে যাচ্ছে গুগল। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণে এ সুবিধা যুক্ত হতে পারে। তবে এ সুবিধার মাধ্যমে ফিশিং শনাক্তের জন্য সব অ্যাপ স্ক্যানিং করা হবে, নাকি শুধু অপরিচিত অ্যাপ স্ক্যানিং করা হবে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

গুগল এখন নতুন এ সুবিধাটির পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে। এ সুবিধায় অ্যাপের কার্যক্রম শনাক্ত করা হবে এবং অ্যাপে সন্দেহজনক কোনো কিছু রয়েছে কি না, সেটিও যাচাই করা হবে। অ্যান্ড্রয়েড ফোনে এ সুবিধাটি চালু থাকবে। পরবর্তী সময়ে এই স্ক্যানিংয়ের ফলাফল গুগল প্লে স্টোরের ব্যবহারকারীদের জানিয়েও সতর্ক করা হবে।

অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন থেকে জানা গেছে, সন্দেহজনক অ্যাপ শনাক্তের সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ কিউপিআরটু বেটা সংস্করণে সুবিধাটি ব্যবহার করা যাচ্ছে। ফলে এখন বেটা সংস্করণের ব্যবহারকারীরা এ সুবিধাটি ব্যবহার করতে পারছেন। ধারণা করা হচ্ছে, সুবিধাটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে উন্মুক্ত করা হবে।

সূত্র: গ্যাজেটস ৩৬০