আপনার ক্রোম ব্রাউজার নিরাপদ তো

ক্রোম ব্রাউজারছবি : সংগৃহীত

সাতটি নিরাপত্তা ত্রুটির সমাধান করে ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। প্রতিষ্ঠানটির তথ্য মতে, সাতটি নিরাপত্তা ত্রুটির মধ্যে চারটি ছিল ভয়ংকর। ত্রুটিগুলো ব্যবহারকারীদের জন্য বড় ধরনের হুমকির কারণ হতে পারত। নিরাপদ থাকতে দ্রুত হালনাগাদ ক্রোম ব্রাউজার ডাউনলোড করতে হবে।

আরও পড়ুন

সম্প্রতি ক্রোম ব্রাউজারে ত্রুটি রয়েছে বলে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ)। এরপরই তড়িঘড়ি করে নিরাপত্তা ত্রুটিগুলো দূর করে ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করল গুগল। ব্রাউজারের নিরাপত্তা ত্রুটি দূর করতে সহায়তা করা নিরাপত্তা গবেষকদের ধন্যবাদও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

সিআইএসএর তথ্য মতে, গুগল ক্রোমের পুরোনো সংস্করণে থাকা ত্রুটিগুলো কাজে লাগিয়ে দূর থেকে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রের নিয়ন্ত্রণ নেওয়া যায়। ফলে ব্যবহারকারীদের সংবেদনশীল বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা। হালনাগাদ ক্রোম ব্রাউজার ডাউনলোড করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

আরও পড়ুন