স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করায় যেসব অ্যাপ

ম্যালওয়্যার প্রবেশ করাতে সক্ষম অ্যাপ দ্রুত মুছে ফেলতে হবে
ছবি: রয়টার্স

স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করাতে সক্ষম অ্যাপের সন্ধান মিলেছে প্লে স্টোরে। ‘জোকার’ ম্যালওয়্যারযুক্ত এসব অ্যাপ তথ্য চুরির পাশাপাশি স্মার্টফোনের নিরাপত্তাব্যবস্থা দুর্বল করে গোপনে অন্য ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশে সহায়তা করে। প্লে স্টোরে এ ধরনের চারটি অ্যাপের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রাদিও।

গুগলের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে প্লে স্টোরে জায়গা করে নেওয়া ‘জোকার’ ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো হলো স্মার্ট এসএমএস মেসেজেস, ব্লাড প্রেশার মনিটর, ভয়েস ল্যাঙ্গুয়েজেস ট্রান্সলেটর এবং কুইক টেক্সট এসএমএস। ম্যালওয়্যার থাকার অভিযোগ পাওয়ার পর প্লে স্টোর থেকে অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল। তবে মুছে ফেলার আগে বিশ্বজুড়ে প্রায় এক লাখবার নামানো হয়েছে অ্যাপগুলো। তাই ব্যবহারকারীদের স্মার্টফোন থেকে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্ষতিকর অ্যাপ থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগেই নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে হবে। জানতে হবে অ্যাপটির বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতাও। অনলাইনে পাওয়া অপরিচিত লিংকে ক্লিক করে অ্যাপ নামানো থেকেও বিরত থাকতে হবে।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ