‘কারিগরি দক্ষতায় সমৃদ্ধি’ প্রচারণা কার্যক্রম শেষ হলো

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি (মাঝে)সংগৃহীত

কারিগরি শিক্ষার প্রসার ও উল্লেখযোগ্য দিক তুলে ধরতে দেশব্যাপী পরিচালিত ‘কারিগরি দক্ষতায় সমৃদ্ধি’ প্রচারণা কার্যক্রম শেষ হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) স্কিলস-২১ প্রকল্পের সহযোগিতায় দেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করে কারিগরি শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি রাজধানী ঢাকার একটি হোটেলে এ প্রচারণা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘কারিগরি শিক্ষা বিষয়ে সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে তরুণদের উৎসাহিত করতে হবে। আমাদের প্রতিষ্ঠানগুলোর উচিত, এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা।’

আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিআইনেন বলেন, ‘তরুণদের দক্ষ কর্মী বাহিনী হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। আর তাই ভবিষ্যতেও কারিগরি শিক্ষা অধিদপ্তর এ ধরনের প্রচারণার মাধ্যমে তরুণদের সচেতন করবে বলে আমি আশা করি। ’

ইউরোপীয় ইউনিয়নের হেড অব কো-অপারেশন মরিজিও সিয়ান বলেন, ‘দীর্ঘদিন ধরেই বাংলাদেশের কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও সংস্কারে কাজ করে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আমরা কারিগরি শিক্ষা সম্পর্কে নেতিবাচক মনোভাব দূর করতে চাই।’