অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘কারিগরি শিক্ষা বিষয়ে সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে তরুণদের উৎসাহিত করতে হবে। আমাদের প্রতিষ্ঠানগুলোর উচিত, এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা।’

আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিআইনেন বলেন, ‘তরুণদের দক্ষ কর্মী বাহিনী হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। আর তাই ভবিষ্যতেও কারিগরি শিক্ষা অধিদপ্তর এ ধরনের প্রচারণার মাধ্যমে তরুণদের সচেতন করবে বলে আমি আশা করি। ’

ইউরোপীয় ইউনিয়নের হেড অব কো-অপারেশন মরিজিও সিয়ান বলেন, ‘দীর্ঘদিন ধরেই বাংলাদেশের কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও সংস্কারে কাজ করে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আমরা কারিগরি শিক্ষা সম্পর্কে নেতিবাচক মনোভাব দূর করতে চাই।’